এশিয়া কাপ বাছাই পর্বের এই ম্যাচটি কোনোভাবেই বাংলাদেশ এবং ভারতের জন্য গুরুত্বপূর্ণ নয়। কারণ, আগেই এই দুই দল বাছাই পর্ব থেকে ছিটকে পড়েছে। তবে ঢাকা স্টেডিয়ামে বাংলাদশে এবং ভারত ম্যাচটি মর্যাদার লড়াই। এই ম্যাচে ভারতকে যদি হারাতে পারে বাংলাদেশ, তাহলে সেটা হয়ে থাকবে বিরাট এক মাইলফলক।

সে লক্ষ্যে খেলতে নেমে ঢাকা স্টেডিয়ামে ১১ মিনিটেই গোল করে এগিয়ে গেলো বাংলাদেশ। শেখ মোরসালিন করেন গুরুত্বপূর্ণ এই গোলটি।

ম্যাচের শুরু থেকে বাংলাদেশের পোস্ট লক্ষ্যে একের পর এক আক্রমণ সাজাচ্ছিল ভারত। কিন্তু ১২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে দ্রুত গতিতে তিনজনকে কাটিয়ে ভারতের বক্সে ঢুকে যান রাকিব।

বাম দিক থেকে রাকিব যে ক্রসটি নেন তাতে দুর্দান্তভাবে কানেক্ট করেন মোরসালিন। ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি। গোল…..… বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

Previous articleএকাদশে ফিরেছেন শমিত বাদ পড়েছেন জামাল ভূঁইয়া
Next articleমোরসালিনের গোলে লিড নিয়ে বিরতিতে গেলো বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here