দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার পর অবশেষে ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে পরাজিত করে স্মরণীয় জয় পেল জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ।
দলের এই দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ পুরো দেশ। স্মরণীয় এই জয়ের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন।
সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। দুই দশকেরও বেশি সময় পর পাওয়া এই জয় দেশের ফুটবলে নতুন উদ্দীপনা সৃষ্টি করল।




