ঘরের মাঠে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে তিন জাতি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই সিরিজের ম্যাচগুলোর টিকিটের দাম রাখা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা—যা সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোর তুলনায় বেশ কম।
আগামীকাল রোববার অনলাইনে টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। ক্লাব হাউস-১–এ বসতে খরচ হবে ৩০০ টাকা এবং ক্লাব হাউস-২–এর টিকিট ২০০ টাকা। ভিআইপি গ্যালারি ও রেড বক্স বরাদ্দ রাখা হয়েছে নারী ফুটবলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের জন্য—এ তথ্য জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।
তিন জাতি সিরিজের প্রথম ম্যাচে ২৬ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ২ ডিসেম্বর, প্রতিপক্ষ আজারবাইজান। আর ২৯ নভেম্বর মুখোমুখি হবে মালয়েশিয়া ও আজারবাইজান। সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এর আগে পুরুষ দলের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ভারতে বিপক্ষে ম্যাচে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৫০০ টাকা। হংকং ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও সাধারণ গ্যালারিতে বসতে ৪০০ টাকা খরচ করতে হয়েছে দর্শকদের। পরে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে টিকিট কমিয়ে ৩০০ টাকা করা হয়। এবার নারী ফুটবলের ম্যাচে সেই মূল্য নেমে এসেছে মাত্র ১০০ টাকায়, যা দর্শকদের জন্য বাড়তি ইতিবাচক বার্তা।




