এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর এখন দ্বিতীয় সাফল্যের খোঁজে বাংলাদেশ। ‘’ গ্রুপে প্রথম ম্যাচ শেষে চীন, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ঝুলিতে সমান তিন পয়েন্ট থাকলেও গোলগড়ে তালিকার শীর্ষে রয়েছে লাল-সবুজের কিশোররা। এবার ব্রুনাইয়ের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে শীর্ষস্থান আরও সুদৃঢ় করতেই মাঠে নামবে গোলাম রব্বানী ছোটনের দল।

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয় ‘’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচগুলো খেলে ফেলেছে অংশ নেওয়া দলগুলো। শ্রীলঙ্কা, চীন ও বাংলাদেশের ঝুলিতে রয়েছে সমান তিন পয়েন্ট। তবে ৫-০ গোলের বড় জয়ের কারণে গোলগড়ে সবার ওপরে আছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুটা ভালো হলেও সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে—তা ভালোই জানে ছোটনের শিষ্যরা। তাই ম্যাচ ধরে ধরে এগোতেই মনোযোগ তাদের।

শেষ ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারানোর পর আগামীকাল গ্রুপের দ্বিতীয় ম্যাচে ব্রুনাইয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনের চংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

ব্রুনাইয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ স্থানীয় সময় দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে যারা খেলেছে তাদের জন্য ছিল রিকভারি সেশন। সেখান থেকে ডিফেন্ডার ইকরামুল ইসলাম বলেন,‘আমরা প্রথম ম্যাচে আশানুরূপ ফল করেছি। এরপর গ্রুপের অন্যান্য দলের ম্যাচগুলো দেখেছি। সামনে যে ম্যাচগুলো আছে, আমরা ভালো খেলে টুর্নামেন্ট শেষ করতে চাই। ঠান্ডা আবহাওয়ার সঙ্গেও এখন বেশ মানিয়ে নিয়েছি।’

অন্যদিকে ব্রুনাই নিজেদের প্রথম ম্যাচে ০-৪ গোলে শ্রীলঙ্কার কাছে হেরেছে, যা তাদের শক্তিমত্ত্বা মূল্যায়নের ক্ষেত্রে কাজে দিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের।

দলের সঙ্গে থাকা বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য ও ম্যানেজার সামিদ কাশেম বলেন,
‘প্রথম ম্যাচে ছেলেরা দারুণ খেলেছে, আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। আমরা গ্রুপের শীর্ষে আছি, সবকিছু খুব ভালো যাচ্ছে। কালকের ম্যাচেও আমরা জয়ের আশা করছি।’

Previous articleরোমাঞ্চকর ফাইনালে সিরাজগঞ্জকে হারিয়ে প্রথমবার জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন দিনাজপুর
Next articleইন্টারনাল ভুল–বোঝাবুঝিতে নারী ফুটবলের অনুষ্ঠানে কিরণের অনুপস্থিতি: দায় নিলেন বাফুফে সভাপতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here