নারী ফুটবলের গুরুত্বপূর্ণ আয়োজনে নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণের অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। তবে বিষয়টি ‘আভ্যন্তরীণ ভুল–বোঝাবুঝি’ বলে ব্যাখ্যা দিয়ে পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বাফুফের নারী ফুটবলের নিয়মিত কার্যক্রম পরিচালিত হয় নারী উইংয়ের মাধ্যমে, যার নেতৃত্বে দীর্ঘদিন ধরে রয়েছেন মাহফুজা আক্তার কিরণ। নারী ফুটবলের যে কোনো অনুষ্ঠানে তাঁর উপস্থিতি সাধারণ বিষয়। তবে রোববার অনুষ্ঠিত ‘মিশন অস্ট্রেলিয়া’ ঘোষণা এবং একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেখা যায়নি তাঁকে—যা ছিল এক ব্যতিক্রমী ঘটনা।

কিরণ কেন উপস্থিত ছিলেন না—এ প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান,‘এখানে নারী টিম নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে। বাফুফের ইন্টারনাল মিসকমিউনিকেশনের কারণে সকলকে জানানো হয়নি। সে কারণে সময়মতো আমাদের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ পৌঁছাতে পারেননি। অবশ্যই নেক্সট যখন প্রেস কনফারেন্স হবে, দল নিয়ে ওখানে আপনারা ওনাকে দেখতে পারবেন। আমি এই মিসকমিউনিকেশনের জন্য ক্ষমা চাচ্ছি। প্রেসিডেন্ট হিসেবে সব দোষ আমার ঘাড়ে নিচ্ছি।’

অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের প্রস্তুতি নিয়েও কথা বলেন তিনি। জানান, এশিয়ান কাপ শুরুর কিছুদিন আগে দলকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। তার আগে ঢাকায় চলমান ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি ফিফা উইন্ডোর বাইরে আরও তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহরে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ—যেখানে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। একইভাবে ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে বসছে এএফসি অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ, এটিও বাংলাদেশের অভিষেক আসর।

এদিকে নারী দলের সহায়তায় মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনফিনিক্সের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছে বাফুফে। অনূর্ধ্ব–২০ দলের জন্যও আলাদা আয়োজনের কথা জানিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল।

Previous articleদ্বিতীয় জয়ের লক্ষ্যে ব্রুনাইয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
Next articleসাফ জয়ের দেড় কোটি টাকা পুরস্কার ৩১ ডিসেম্বরের মধ্যেই দেবে বাফুফে: তাবিথ আউয়াল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here