আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক এই অভিষেককে ঘিরে বাড়তি প্রস্তুতিতে জোর দিচ্ছে বাফুফে। বিদেশে অতিরিক্ত প্রীতি ম্যাচ ও ‘ক্লোজ-ডোর’ প্রস্তুতি নিশ্চিত করতেই নতুন পরিকল্পনা নিয়েছে তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটি।

প্রথমবারের মতো ঢাকার বাইরে মেয়েদের আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হয় চট্টগ্রামের দক্ষিণ কোরিয়া ইপিজেডে। সেখানে দুই দফায় আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের নিয়ে নিবিড় ক্যাম্প পরিচালনা করেন জাতীয় দলের হেড কোচ পিটার বাটলার।

রোববার (২৩ নভেম্বর) বাফুফে ভবনে ‘মিশন অস্ট্রেলিয়া’ নিয়ে সংবাদ সম্মেলনে প্রস্তুতি পরিকল্পনার বিস্তারিত জানালেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, মিশন অস্ট্রেলিয়ার আসল প্রস্তুতি ভিত্তি করবে আমাদের ম্যাচ খেলার ওপর। জাতীয় দল যত বেশি ভালো মানের ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, ততই এশিয়ান স্টেজে আমরা উপকৃত হবো। তাই আমরা যাওয়ার আগে আরও কিছু ম্যাচ আয়োজনের চেষ্টা করছি।’

গত অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যদিও দুটিতেই হারের মুখ দেখে বাটলারের দল। এবার ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে তিন জাতি সিরিজ আয়োজন করছে বাফুফে। আগামী ২৬ নভেম্বর মালয়েশিয়া ও ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৯ নভেম্বর মালয়েশিয়া মুখোমুখি হবে আজারবাইজানের। সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

মূল টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দলকে আগেভাগে দেশ ছাড়ানোর পরিকল্পনাও জানালেন তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াতে আগে যাওয়ার চেষ্টা করবো। সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এটা কাজে দেবে এবং কিছু ক্লোজ-ডোর ম্যাচ খেলার চেষ্টা করবো। ইতোমধ্যে সে ধরনের যোগাযোগ আমরা শুরু করেছি।’

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর নারী দলের ম্যাচ বাড়ানোর উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন বাফুফে সভাপতি। তার ভাষায়, ‘মেয়েরা যেন নিয়মিত খেলায় থাকে, কারণ শুধু প্র্যাকটিসের মধ্যে থাকলে ওভার ট্রেনিংয়ের ঝুঁকি থাকে। শারীরিক–মানসিক স্বাস্থ্যের জন্য নারী লিগ চালু হওয়া এবং বিভিন্ন দলের বিপক্ষে ম্যাচ খেলাটা খুবই জরুরি।’

Previous articleসাফ জয়ের দেড় কোটি টাকা পুরস্কার ৩১ ডিসেম্বরের মধ্যেই দেবে বাফুফে: তাবিথ আউয়াল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here