এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। তিমুর লেস্তেকে ৫–০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আরও বড় জয়ে মাঠ ছেড়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। চীনের চংকিংয়ে ব্রুনাইকে ৮–০ গোলে পরাস্ত করে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করেছে লাল–সবুজের প্রতিনিধিরা।
সোমবার দুপুরে চংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে ব্রুনাইকে ৮–০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। দুই অর্ধে সমান চারটি করে গোল করেছে দলটি। জোড়া গোল করেছেন রিফাত কাজী ও অপু রহমান। একবার করে গোলের দেখা পেয়েছেন নাজমুল হুদা ফয়সাল, মোহাম্মদ মানিক, মোহাম্মদ আরিফ ও বায়েজিত বোস্তামি।
টানা দুই জয়ে বাছাইপর্বের ‘এ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৩ বার বল পাঠানোর পাশাপাশি নিজেদের জালও অক্ষত রেখেছে গোলরক্ষক মোহাম্মদ আলিফ রহমান।
ম্যাচের ১৩ মিনিটে বাম দিক থেকে ফয়সালের থ্রু পাস ধরে অপু দারুণ শটে ম্যাচের প্রথম গোল করেন। ২৩ মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত।
৩৬ মিনিটে রিদুয়ানের নিখুঁত পাস থেকে ফয়সালের শান্ত শটে আসে তৃতীয় গোলটি। মিনিট খানেকের ব্যবধানে মানিকের দূরপাল্লার শটে ৪–০ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পরও আগ্রাসী ফুটবল ধরে রাখে ফয়সাল–মানিক–অপুরা। ৪৯ মিনিটে রিদুয়ানের পাসে অপু তার দ্বিতীয় গোলটি করেন।
৭৩ মিনিটে ফয়সালের দূরপাল্লার শট গোলরক্ষক ফেরালেও রিফাত রিবাউন্ড থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন। দুই মিনিট পর জটলার সুযোগ কাজে লাগিয়ে আলিফের নিখুঁত ফিনিশিংয়ে আসে সপ্তম গোল। ৭৯ মিনিটে বায়েজিত ব্যবধান ৮–০ করে ম্যাচের শেষ পেরেক ঠুকে দেন।
বড় জয় নিয়ে মাঠ ছাড়ায় গ্রুপের শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল।



