চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ফুটবল মৌসুমের প্রথম লড়াইয়ে দাপুটে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আকাশী-হলুদদের ৩-২ গোলে হারিয়ে চলতি প্রিমিয়ার লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধেই মোহামেডান নেয় ২-০ গোলের উল্লেখযোগ্য লিড। দলের হয়ে গোল করেন ঘানার এমানুয়েল কেকে, স্যামুয়েল বোয়েটেং ও রহিম উদ্দিন। আবাহনীর গোলদাতা ছিলেন পাপন সিং ও শেখ মোরসালিন।

২০ মিনিটে রহিম উদ্দিনের গোলেই এগিয়ে যায় মোহামেডান। ৩২ মিনিটে কেকে ব্যবধান বাড়ান দ্বিগুণ করে। বিরতির পর ৫৮ মিনিটে বোয়েটেংয়ের গোল দলকে বড় ব্যবধানে এগিয়ে দেয়। তবে ৭৩ ও ৭৯ মিনিটে দুটি গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল আবাহনী। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি।

প্রিমিয়ার লিগে সর্বশেষ ৭ সাক্ষাতে এটি আবাহনীর তৃতীয় হার মোহামেডানের বিপক্ষে। গত মৌসুমে দুই দলের একটি ম্যাচে জিতেছিল মোহামেডান, আরেকটি হয়েছিল ড্র। ২০২২-২৩ মৌসুমে লিগের প্রথম ম্যাচে আবাহনী জিতলেও এরপর টানা ছয় ম্যাচেও জয়ের দেখা পেল না তারা।

তিন ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে আছে আবাহনীও, যারা আগের দুটি ম্যাচে একটি হার ও একটি ড্র করেছিল।

Previous articleত্রিদেশীয় সিরিজের জন্য নারী দল ঘোষণা
Next articleডরিয়েল্টনের জোড়া গোলে কিংসের টানা দ্বিতীয় জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here