এক মাসের বেশি সময় বিরতির পর ঘরোয়া ফুটবল ফিরে এসেছে মাঠে, আর ফিরেই জয়ের ধারায় ফিরেছে বসুন্ধরা কিংস। লিগের প্রথম ম্যাচে ড্র করলেও ফেরার ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে তারা।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছে কিংস। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও দীর্ঘ সময় গোলের দেখা মিলছিল না কোনো দলের। ৭৪ মিনিট পর্যন্ত ম্যাচে গোল না হওয়ায় ড্রয়েরই গন্ধ মিলছিল।
কিন্তু ৭৫ মিনিটে প্রতিপক্ষের ভুলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডরিয়েল্টন। পরে ৮২ মিনিটে আরও একটি গোল করে নিজের জোড়া এবং দলের দ্বিতীয় গোলটি নিশ্চিত করেন তিনি। এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস।
দিনের অন্য ম্যাচে ফর্টিস-পুলিশ এফসির লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়। আর ফকিরেরপুল ইয়াং মেন্সকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বিজয়ী দলের গোলদাতা সানিশ শ্রেষ্ঠা ও অঞ্জন বিষ্টা।




