বাংলাদেশ নারী ফুটবল দলের সংবাদ সম্মেলনে উঠল সেই চিরচেনা আলোচনা—কোচ পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স। ব্যাংককে এই কৌশলে খেলতে গিয়ে দুই ম্যাচে থাইল্যান্ডের কাছে ৮ গোল হজম করেছিল বাংলাদেশ। সমালোচনা থামছে না, আর প্রশ্ন উঠলেই কোচের বিরক্তি যেন চেনা বিষয়। ত্রিদেশীয় সিরিজের আগে মঙ্গলবার আবারও উঠল হাইলাইন ইস্যু, এবার প্রশ্নটির মুখোমুখি হলেন অধিনায়ক আফঈদা খন্দকার।

হাইলাইন ডিফেন্সে খেলার চ্যালেঞ্জ নিয়ে আফঈদা বলেন,‘সবকিছুর সাথে মানিয়ে নিতে হয়। আমরা আগে তো ওভাবে খেলিনি। এখন কোচ সেভাবে খেলাচ্ছেন। অবশ্যই চেষ্টা করছি কোচের কথা মতো চলতে। ইনশাআল্লাহ ভালোই হবে। এভাবে খেলেই তো আমরা অনূর্ধ্ব-২০ আর সিনিয়র টিম এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি।’

ডিফেন্ডারদের ভুল-ত্রুটি ও শেখার প্রসঙ্গে তিনি আরও বলেন,‘সাথে অবশ্যই ভুল থাকবে। ভুল থেকেই আমরা শিক্ষা নেই—যেন পরের ম্যাচে ভুলগুলো না হয়। থাইল্যান্ডে কি ভুল হয়েছে, সেটা দেখেছি। চেষ্টা করছি যেন এখন আর সেসব ভুল না করি।’

ভুটানে লিগ খেলে আসা কয়েকজন এবং দেশে থাকা খেলোয়াড়দের মধ্যে কোনো বোঝাপড়ার সমস্যা আছে কি না—এই প্রশ্নে আফঈদার জবাব,
এখন তো সবাই চলে এসেছে। বেশ কয়েকদিন ধরে একসাথে প্র্যাকটিস করেছি। আমাদের মধ্যে এখন ভালো বন্ডিং আছে।’

ত্রিদেশীয় সিরিজের আগে হাইলাইন ডিফেন্স নিয়ে সমালোচনা থাকলেও নেতৃত্ব দিচ্ছেন আত্মবিশ্বাসী অধিনায়ক—ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে ভালো কিছু করার প্রত্যাশায়।

Previous articleদুর্দান্ত জয় নিয়ে যুগ্ম ভাবে শীর্ষে রহমতগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here