চীনের চংকিনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। বুধবার শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে পয়েন্টতালিকায় নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করলো লাল–সবুজের তরুণরা।
টুর্নামেন্টে প্রথম ম্যাচে তিমুরলেস্তেকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে হারানো বাংলাদেশ আজ শ্রীলঙ্কার বিরুদ্ধেও দেখিয়েছে একই ধারাবাহিকতা। পাঁচ গোলের বড় জয়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল করেছেন জোড়া গোল। ইকরামুল, মানিক ও বায়েজিদ করেছেন একটি করে গোল।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আধিপত্য দেখাতে থাকে। শ্রীলঙ্কার গোলরক্ষক কয়েকটি ভালো সেভ করলেও প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করতে বেশি সময় নেয়নি লাল–সবুজরা। ২৪ মিনিটে আরিফের দারুণ ক্রস থেকে ইকরামুলের হেডে গোলযাত্রা শুরু হয়। পাঁচ মিনিটের ব্যবধানে আসে দ্বিতীয় গোল—অপুর নিখুঁত পাস পেয়ে মানিক অসাধারণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হয় ২-০ তে।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৬৪ মিনিটে রিফাতের পাস ধরে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শটে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়েজিদের দূরপাল্লার শট জালে লেগে চতুর্থ গোল এনে দেয়। ইনজুরি সময়ে হাফ-ভলিতে নজরকাড়া লং-রেঞ্জ শটে নিজের দ্বিতীয় গোল করেন অধিনায়ক ফয়সাল—বাংলাদেশ পায় পঞ্চম গোল।
ম্যাচ শেষে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, “ছেলেরা ৯০ মিনিট দারুণ খেলেছে। সুযোগ তৈরি করেছে, কাজে লাগিয়েছে— এজন্য সবাইকে ধন্যবাদ। সামনে দুটি কঠিন ম্যাচ আছে, সবার কাছে দোয়া চাই।”
এএফসি অ-১৭ বাছাইয়ের এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক চীন, বাহরাইন, শ্রীলঙ্কা, ব্রুনাই ও তিমুরলেস্তে। গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে আগামী বছর সৌদি আরবে মূল পর্বে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ নভেম্বর বাহরাইনের বিপক্ষে—যা গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই।



