এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬-এর মূলপর্বে ওঠার স্বপ্ন এখন আরও উজ্জ্বল বাংলাদেশের। চীনের মাটিতে গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে লাল-সবুজের যুবারা রেখে দিয়েছে মূলপর্বের আশা। এখন গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে মূলপর্বের টিকিট।

চীনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দল। প্রথমার্ধে গোল না পেলেও ফয়সাল, রিফাত ও অপু মিলেই তৈরি করেন একের পর এক সুযোগ। ২০ ও ২৮ মিনিটে আসে সেরা দুই সুযোগ, তবে রিফাত কাজী গোল খুঁজে পাননি। সেট-পিসেও গোলের দেখা মেলেনি।

৩৪ মিনিটে পাল্টা আক্রমণে চাপ বাড়ায় বাহরাইন। তবে গোলরক্ষক আলিফ রহমানের দুর্দান্ত সেভ ও ডিফেন্ডার কামালের গোললাইন ক্লিয়ারেন্সে রক্ষা পায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের গতি বেড়ে যায়। ৪৭ মিনিটে মানিকের দারুণ ক্রসে রিফাতের শট ফিরিয়ে দেন বাহরাইনের গোলরক্ষক।

অবশেষে ৫৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। সাব্বিরের লং থ্রো ঠিকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাহরাইনের রক্ষণভাগ। বল পেয়ে ‘সুপার সাব’ বায়েজিত জোরালো শটে দলকে এগিয়ে নেন ১-০ ব্যবধানে। ছয় মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ এলেও রিফাতকে আবারও আটকে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। রিবাউন্ডেও গোল করতে পারেননি বায়েজিত।

৬৮ মিনিটে রিফাতের আরেকটি শট ঠেকিয়ে দেন বাহরাইন গোলরক্ষক। তবে ৭২ মিনিটে তার আর সাধ্য হয়নি। অধিনায়ক নাজমুল হুদা ফয়সলের নিখুঁত থ্রু পাস থেকে মানিক বল নিয়ন্ত্রণ নিয়ে দূরপাল্লার চমৎকার শটে করেন দলের দ্বিতীয় গোল—যা এই গ্রুপের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হবে।

৮৫ মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে বাহরাইন। তবে শেষ পর্যন্ত আর কোনো সুযোগ না দিয়ে দৃঢ়তা দেখিয়ে জয় ধরে রাখে বাংলাদেশ।

পুরো ম্যাচজুড়ে আক্রমণে ধারাবাহিকতা, মধ্যমাঠে সৃজনশীলতা এবং রক্ষণভাগে দৃঢ়তা—সব মিলিয়েই প্রমাণ করেছে নিজেদের সক্ষমতা লাল-সবুজের যুবারা। আর এখন তাদের সামনে রয়েছে মূলপর্বে ওঠার সোনালি সুযোগ—স্বাগতিক চীনের বিপক্ষে সিদ্ধান্তের ম্যাচ।

ম্যাচ শেষে ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিথ আউয়াল ও সহ-সভাপতি নাসের শাহরীয়ার জাহেদী।

Previous articleহাই লাইন ডিফেন্সে বিপত্তি—হারের দায় নিজের কাঁধে নিলেন কোচ বাটলার
Next articleপ্রথম জয়ে স্বস্তি আবাহনীর, ফর্টিসেরও তিন পয়েন্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here