মালয়েশিয়া ম্যাচের পর যেভাবে ক্ষোভে ফুঁসছিলেন পিটার জেমস বাটলার, আজারবাইজানের বিপক্ষে হারের পর সেই দৃশ্য আর দেখা গেল না। সংবাদ সম্মেলনে তিনি ছিলেন শান্ত। ফল খারাপ হলেও ঋতুপর্ণা, মনিকা, মারিয়াদের প্রচেষ্টায় সন্তুষ্ট তিনি। পরিকল্পনা বাস্তবায়নে মেয়েদের নিবেদনকে দশে দশ দিয়েছেন ইংলিশ কোচ।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ ২-১ গোলে হারে। একবার পিছিয়ে পড়ার পর মারিয়া মান্দার দারুণ গোল দলকে সমতায় ফেরায়। তবে শেষ দিকে আরেকটি গোল খেয়ে হার এড়ানো যায়নি।

ঙমালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের তুলনায় আজারবাইজানের বিপক্ষে দল ছিল অনেক বেশি গোছানো। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে মেয়েদের লড়াইকে তাই আলাদা করে প্রশংসা করলেন বাটলার।

বাটলারের ভাষায়, “আমি সাধারণত মার্কস দিতে খুব কৃপণ। কারণ আমি সবসময় আরও ভালো চাই। কিন্তু প্রচেষ্টার দিক দিয়ে মেয়েদের দশে দশই দেব। মানের দিক দিয়ে পাঁচ, ছয়… খুব উদার হলে সাত।”

এই ম্যাচসহ টানা চার ম্যাচে হারল বাংলাদেশ। তবে ফল নয়, সামনে মার্চের উইমেনস এশিয়ান কাপকে মাথায় রেখে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ। সাফের মান নিয়েও কড়া মন্তব্য করেন তিনি।

“এশিয়ান কাপের আগে যতটা সম্ভব শক্তিশালী দলের সঙ্গে খেলতে চাই। হারলেও সমস্যা নেই, শিখতে পারব। সাফের টুর্নামেন্টগুলো মানের দিক থেকে খুব নিচে। এএফসি পর্যায়ে টিকে থাকতে হলে সেই মানের প্রতিপক্ষের সঙ্গেই লড়তে হবে।”

Previous articleগোলের পর কান্না, মাকে স্মরণে আজারবাইজান অধিনায়কের বিশেষ উদযাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here