কাঠমাণ্ডুতে সুযোগ তৈরি হয়েছিল বেশ কয়েকবার, কিন্তু জাল খুঁজে পাওয়া হয়নি সানজিদা-প্রীতিদের। করাচি সিটির বিপক্ষে দাপুটে শুরু করেও গোল করতে না পেরে প্রথম পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নাসরিন একাডেমিকে।

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার সাফ নারী ক্লাব কাপের রাউন্ড রবিন পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের করাচি সিটির সঙ্গে গোলশূন্য ড্র করে নাসরিন একাডেমি। টুর্নামেন্টে এটি তাদের প্রথম পয়েন্ট। করাচি সিটির পয়েন্ট এখন ২।

প্রথম ম্যাচে নেপালের চ্যাম্পিয়ন এপিএফের কাছে ৪-০ গোলে হারার পর আজ শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নাসরিন। প্রথম মিনিটেই ডান দিক দিয়ে ওঠা সুরভি আকন্দ প্রীতির শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে যায়। চার মিনিট পরও প্রীতির আরেক শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

২৩ মিনিটে গোলের ভালো সুযোগ পান প্রীতি। করাচি সিটির গোলকিপার লাইন ছেড়ে এগিয়ে আসায় শটটি তার গায়ে লেগে ফিরে আসে। এরপর ৩৩ মিনিটে বিপদে পড়ে নাসরিনের রক্ষণ। ক্রস ক্লিয়ার করতে গিয়ে জয়নব বিবি রিতা ভুল কিক করেন, বল ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যাওয়ায় রক্ষা পান বাংলাদেশি চ্যাম্পিয়নরা। কিছুক্ষণ পর করাচির মরিয়ম মাহমুদের শটও ক্রসবারের ওপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে করাচি সিটির চাপ আরও বেড়ে যায়। ৭২ মিনিটে মরিয়মের শক্তিশালী শট ঠেকিয়ে দেন নাসরিন গোলকিপার ইয়ারজান বেগম। শেষ দিকে আনমল হিরা ডান দিক দিয়ে বক্সে ঢুকে গেলেও ঠিকমতো নিয়ন্ত্রণ রাখতে না পারায় শট নিতে পারেননি।

ড্রয়ে শেষ হলেও ম্যাচজুড়ে লড়াই করেছে নাসরিন একাডেমি। আগামী ১৪ ডিসেম্বর ভারতের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে সানজিদাদের দল।

Previous articleরোকেয়া পদক পাচ্ছেন নারী ফুটবলের উজ্জ্বল মুখ ঋতুপর্ণা চাকমা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here