দেশের ঘরোয়া ফুটবলে একসময় আবাহনী-ব্রাদার্স দ্বৈরথ মানেই ছিল তাপ-উত্তাপ। সাম্প্রতিক বছরগুলোতে সেই তীব্রতা কমে গেলেও চলমান মৌসুমে চিত্র বদলে গেছে। ব্রাদার্স ইউনিয়ন এবার টানা দুই ম্যাচে হারিয়েছে ঢাকা আবাহনীকে।
অক্টোবরে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডে আবাহনীকে হারিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। আজ ফেডারেশন কাপে আবারও ১-০ গোলের জয় পেল দলটি। প্রিমিয়ার লিগের সর্বাধিক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী টানা কয়েক ম্যাচ ধরে জয়ের জন্য ভুগছে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে দূরপাল্লার শটে ব্রাদার্সের লেফটব্যাক মনির আলম আবাহনীর গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করেন। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া কয়েকটি আক্রমণ সাজালেও গোল আসেনি। দ্বিতীয়ার্ধে আবাহনী মরিয়া হয়ে আক্রমণ করলেও ব্রাদার্সের ডিফেন্স ভেঙে উঠতে পারেনি। ইনজুরি সময়ে ফরোয়ার্ডের শট পোস্টে লেগে ফিরেছে, কয়েকটি নিশ্চিত সুযোগও নষ্ট হয়েছে।
এ গ্রুপের দিনের অন্য ম্যাচে পিডব্লিউডি ২-০ গোলে ফকিরেরপুলকে হারায়। টানা দুই হারে শূন্য পয়েন্ট নিয়ে পাঁচ দলের গ্রুপে পাঁচে ফকিরেরপুল। তিন পয়েন্ট করে পেয়েছে আবাহনী ও পিডব্লিউডি, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে পিডব্লিউডি। চার পয়েন্টে শীর্ষে ব্রাদার্স ইউনিয়ন। এক পয়েন্ট নিয়ে চার নম্বরে রহমতগঞ্জ।
প্রিমিয়ার লিগের ১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে ফেডারেশন কাপে খেলছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ যাবে পরবর্তী রাউন্ডে। ফেডারেশন কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহের মঙ্গলবার।




