বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের দখল ছিল কিংসের হাতে। রাকিব হোসেনের গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডরিয়েলতন। দুই ফরোয়ার্ডের ধারালো আক্রমণে লিগে অপরাজিত যাত্রা আরও লম্বা হলো কিংসের।

ঘরের মাঠে প্রথম গোল আসে ম্যাচের ১৫ মিনিটে। বাঁ প্রান্ত থেকে ফাহিমের সুন্দর ক্রসে মোহামেডানের ডি বক্সে ফাঁকায় দাঁড়িয়ে থাকা রাকিব হোসেন ডান পায়ে সহজেই জালে পাঠান বল। কিছুক্ষণ পর ২১ মিনিটে ইমানুয়েল সানডের দুর্দান্ত শটটি বারে লেগে ফেরায় দ্বিতীয় গোলের সুযোগ হাতছাড়া হয় কিংসের।

মোহামেডানও বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল। ৪৩ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার বলটি চমৎকারভাবে ফিরিয়ে দেন আনিসুর রহমান জিকো। এর আগে মোজাফফরের নেওয়া ফ্রি কিকও সেভ করেন তিনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে এগিয়ে ছিল কিংস। ৭৫ মিনিটে কিউবা মিচেলের জোরালো শট অল্পের জন্য পোস্টের বাইরে গেলে ব্যবধান বাড়ানোর সুযোগ মিস হয়। সেই হতাশা কাটে যোগ করা সময়ে। নিজেদের অর্ধ থেকে সোহেল রানা সিনিয়র লম্বা বল বাড়ান। ডরিয়েলতন তা নিয়ন্ত্রণে নিয়ে মোহামেডানের ডিফেন্ডার ও গোলরক্ষককে পাশ কাটিয়ে ফাঁকা জালে পাঠান।

শেষ মুহূর্তে আরও এক ধাক্কা খায় মোহামেডান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সোহেল রানাকে হাত দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন মোজাফফরভ মোজাফফর। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রেফারির দিকে কয়েকবার এগিয়ে গেলে সতীর্থরা তাঁকে সরিয়ে নেয়।

এই জয়ে টানা পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে শীর্ষে আরও দৃঢ় অবস্থান বসুন্ধরা কিংসের। তাদের পয়েন্ট এখন ১৬। দ্বিতীয় স্থানে থাকা ফর্টিসের পয়েন্ট ১১।

দিনের অন্য ম্যাচে চমক দেখিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। লিগ টেবিলের তলানির দলটি ২-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। মোহাম্মদ শাওন দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন কাজী রাহাদ।

অন্য ম্যাচে মুন্সিগঞ্জে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।

Previous articleটানা চার হারে নারী ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের পতন
Next articleকিংস–মোহামেডান নতুন দ্বৈরথে উত্তাপ, ইতিবাচক দেখছেন ইমরুল হাসান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here