লিগে ব্যর্থতার পর ফেডারেশন কাপেও ঘুরে দাঁড়ানোর সুযোগ নিতে পারল না আরামবাগ ক্রীড়া সংঘ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির বিপক্ষে বড় ব্যবধানে হেরে ব্যর্থতার বৃত্তেই রইল দলটি।

লিগের মতো ফেডারেশন কাপেও নিজেদের মেলে ধরতে পারছে না আরামবাগ ক্রীড়া সংঘ। ব্যর্থতার বৃত্তে বন্দি দলটি এবার ফেডারেশন কাপে হেরেছে ফর্টিস এফসির বিপক্ষে। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ৪-০ গোলে হেরেছে আরামবাগ। টানা দ্বিতীয় হারের পর ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তারা আছে তলানিতে। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ফর্টিস।

লিগ টেবিলেও তলানিতে থাকা আরামবাগের জালে ফর্টিসের গোল উৎসবের শুরু ২৬তম মিনিটে। সতীর্থের ক্রস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে দলকে এগিয়ে নেন জুম্মন হোসেন।

৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফর্টিস। বক্সের ভেতরে পা ওমার বাবু ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে নিজেই গোল করে দলকে স্বস্তিতে নেন গাম্বিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে আরামবাগের ভাঙন আরও স্পষ্ট হয়। ৬৮ থেকে ৭৫ মিনিটের মধ্যেই সাত মিনিটে হজম করে আরও দুই গোল। প্রথমে অনিয়েকাচি ওকাফোর, এরপর মোর্শেদ আলির গোলে সহজ জয় নিশ্চিত করে লিগেও আলো ছড়ানো ফর্টিস এফসি।

Previous article৬৪ জেলার অংশগ্রহণে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here