২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের আনন্দের মাঝেই শাস্তির খবর পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে নামায় বাংলাদেশকে দেড় লাখ টাকা জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

গত ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে ভারতকে হারায় বাংলাদেশ। ম্যাচটি জিতলেও শৃঙ্খলাভঙ্গের কারণে আর্থিক শাস্তি এড়াতে পারেনি বাফুফে।

ভারতের বিপক্ষে ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দল এক মিনিট ৪৩ সেকেন্ড বিলম্বে মাঠে নামে। এএফসির কম্পিটিশন ম্যানুয়েলের ২.২ ধারা অনুযায়ী এটি নিয়মভঙ্গ হিসেবে বিবেচিত হয়। এ কারণে এএফসির ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ১২৫০ মার্কিন ডলার জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা। আগামী এক মাসের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে বাফুফেকে। গত পরশু অনুষ্ঠিত এএফসির ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিলম্বে মাঠে নামার কারণে শাস্তির ঘটনা বাফুফের জন্য নতুন নয়। চলতি বছরের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষেও একই ধরনের ঘটনায় দেড় হাজার ডলার জরিমানার মুখে পড়েছিল সংস্থাটি। হংকংয়ের বিপক্ষে ম্যাচে এমন কিছু না হলেও ভারতের বিপক্ষে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এএফসি তাদের শাস্তির তালিকায় উল্লেখ করেছে, একই অপরাধে পুনরায় শাস্তি পাওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

Previous articleপ্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার নিন্দা জানাল বাফুফে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here