চলমান বাংলাদেশ ফুটবল লিগে প্রথম হারের স্বাদ পেল বসুন্ধরা কিংস। গাজীপুরে শেষ মুহূর্তের গোলে কিংসকে ২-১ ব্যবধানে হারিয়েছে পুলিশ এফসি। একই দিনে হোঁচট খেয়েছে শিরোপাধারী মোহামেডানও। এগিয়ে গিয়েও কুমিল্লায় আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ড্র করতে হয়েছে তাদের। সপ্তম রাউন্ড শেষে শীর্ষে থাকলেও চাপটা এবার স্পষ্টভাবেই টের পেল লিগের বড় দলগুলো।

শুরুতে গোল হজম করে কিছুটা ভড়কে গিয়েছিল বসুন্ধরা কিংস। পরে ছন্দে ফিরে সমতায় এলেও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও গোল খেয়ে ম্যাচ হাতছাড়া হয় মারিও গোমেসের দলের। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শনিবার পুলিশ এফসি কিংসকে ২-১ গোলে হারায়। গত মৌসুমেও দুই দলের এক ম্যাচে জয় পেয়েছিল পুলিশ।

ম্যাচের তৃতীয় মিনিটেই কিংসকে চমকে দেয় পুলিশ। ওরগিয়েন তিসেরাংয়ের পাস ধরে নিখুঁত কোনাকুণি শটে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পাশ দিয়ে বল জালে পাঠান রাব্বি হোসেন রাহুল। এগিয়ে যাওয়ার পর রক্ষণ সামলে পাল্টা আক্রমণেই মনোযোগ দেয় পুলিশ।

দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো ও ইমানুয়েল সানডের একাধিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর ৩২তম মিনিটে সমতায় ফেরে কিংস। বক্সের ভেতর থেকে প্লেসিং শটে গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম। চলতি লিগে এটি তার পঞ্চম গোল।

দ্বিতীয়ার্ধে পুলিশ রক্ষণ জমাট রেখে খেলে। ৭০তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রস ওভারহেড কিকে ক্লিয়ার করেন সাদ উদ্দিন। ৮৬তম মিনিটে দীপক রায়ের শক্তিশালী শট ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়।

যোগ করা সময়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় পুলিশ। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে নিচু শটে গোল করেন উগান্ডার মিডফিল্ডার শাফিক কাগিমু। এই গোলেই থামে কিংসের অজেয় যাত্রা।

দিনের আরেক ম্যাচে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে ১-১ গোলে রুখে দেয় আরামবাগ ক্রীড়া সংঘ। ২৬তম মিনিটে মেহেদী হাসান মিঠুর গোলে এগিয়ে গিয়েছিল মোহামেডান। তবে ৩৮তম মিনিটে সমতা ফেরান আমির হাকিম বাপ্পী। দুই ডিফেন্ডারের ফাঁক গলে পাওয়া সুযোগে বাম পায়ের জোরাল শটে গোল করেন তিনি।

শেষ দিকে মোহামেডানের মোহাম্মদ জুয়েলের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন আরামবাগ গোলকিপার আজাদ হোসেন। সংঘর্ষে আহত হলেও চিকিৎসা নিয়ে মাঠে থেকে দলের জন্য গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিশ্চিত করেন তিনি। এই পয়েন্টে লিগ টেবিলের তলানি থেকে এক ধাপ ওপরে উঠেছে আরামবাগ।

অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।

সপ্তম রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফর্টিস, ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় রহমতগঞ্জ। ১০ পয়েন্ট নিয়ে পুলিশ এফসি আছে চতুর্থ স্থানে। ঐতিহ্যবাহী দুই দল আবাহনী ও মোহামেডান রয়েছে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে।

Previous articleভারতের সাথে  জিতেও জরিমানা, দ্বিতীয়ার্ধে দেরিতে নামায় বাফুফেকে এএফসির শাস্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here