দক্ষিণ এশিয়ার ফুটসালের প্রথম আসর হলেও ভেন্যু দক্ষিণ এশিয়ার বাইরে। থাইল্যান্ডে আগামী ১৩ ও ১৪ জানুয়ারি শুরু হচ্ছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ দুই বিভাগেই অংশ নিচ্ছে বাংলাদেশ।
টুর্নামেন্ট শুরুর ১১ দিন আগে থাইল্যান্ডে যাবে বাংলাদেশের নারী ও পুরুষ ফুটসাল দল। বৃহস্পতিবার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুই দলের ম্যানেজার মো. ইমরানুর রহমান। তিনি জানান, বাফুফে ইতোমধ্যে দুই দলের চূড়ান্ত স্কোয়াড অনুমোদন দিয়েছে।
পুরুষ ফুটসাল দলের অধিনায়ক করা হয়েছে রাহবার ওয়াহেদ খানকে। নারী ফুটসাল দলের নেতৃত্বে থাকছেন সাবিনা খাতুন। দেশের নারী ফুটবলের পরিচিত এই নামটি আবারও আলোচনায়, কারণ তিনিই প্রথম নারী সাফ ফুটসালে বাংলাদেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন।
গত সাফ চ্যাম্পিয়নশিপের পর কোচ পিটার বাটলারের বিপক্ষে খেলোয়াড়দের বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার পর জাতীয় দলের বাইরে চলে যেতে হয়েছিল সাবিনা খাতুনকে। সেই অধ্যায় পেছনে ফেলে এবার ফুটসালের মঞ্চে নতুন ইতিহাসের সামনে বাংলাদেশ নারী দল। সাবিনার অধিনায়কত্বে প্রথমবারের মতো নারী সাফ ফুটসালে অংশ নিচ্ছে বাংলাদেশ।
পুরুষ ফুটসাল দলে রাখা হয়েছে ১৬ জন খেলোয়াড়। নারী দলে আছেন ১৫ জন। নারী দলের তিন সহকারী অধিনায়ক মনোনীত হয়েছেন মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন ও কৃষ্ণা রানী সরকার। পুরুষ দলের সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনতিসার মোস্তাফা, মো. তুহিন ও কাজী ইব্রাহিম।
নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৫ জানুয়ারি ভারতের বিপক্ষে। এরপর ১৭ জানুয়ারি ভুটান, ১৯ জানুয়ারি নেপাল, ২১ জানুয়ারি শ্রীলঙ্কা, ২৩ জানুয়ারি পাকিস্তান এবং ২৫ জানুয়ারি মালদ্বীপের মুখোমুখি হবে দলটি।
পুরুষ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ১৪ জানুয়ারি। পরবর্তী ম্যাচগুলোতে ১৬ জানুয়ারি মালদ্বীপ, ১৮ জানুয়ারি ভুটান, ২০ জানুয়ারি শ্রীলঙ্কা, ২২ জানুয়ারি পাকিস্তান এবং ২৪ জানুয়ারি নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
প্রথম সাফ ফুটসাল টুর্নামেন্টে অংশ নিয়ে আন্তর্জাতিক ফুটসালের মঞ্চে নিজেদের অবস্থান জানান দেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। নারী ও পুরুষ দুই দলের পারফরম্যান্স ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে দেশের ফুটবল




