বাংলাদেশ ফুটবল লিগে শুক্রবার একমাত্র ম্যাচে মানিকগঞ্জে স্বাগতিক আরামবাগকে ৩-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। এই জয়ে টেবিলের ওপরের দিকে নিজেদের অবস্থান শক্ত করেছে পুলিশ, আর তলানিতে থাকা আরামবাগের রেলিগেশন শঙ্কা আরও গাঢ় হলো।
শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় পুলিশ। ৩৬ মিনিটে নেপালের ফরোয়ার্ড আয়ুশ ঘালান গোল করে দলকে এগিয়ে দেন। পাঁচ মিনিটের ব্যবধানে আমিরুল ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পরও আক্রমণাত্মক থাকে সফরকারীরা। দ্বিতীয়ার্ধের সাত মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের ফল প্রায় নিশ্চিত করে দেন আয়ুশ। বাকি সময়ে আর গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশ।
এই জয়ে আট ম্যাচে পুলিশের সংগ্রহ ১৩ পয়েন্ট, অবস্থান তৃতীয়। তবে আগামীকাল রহমতগঞ্জ পয়েন্ট পেলে এই স্থান হারাতে পারে তারা। অন্যদিকে আরামবাগ আট ম্যাচে পাঁচটিতে হেরে এক জয় ও দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে ফকিরেরপুলের সঙ্গে তলানিতে। লিগ বাইলজ অনুযায়ী এবার দুটি দল রেলিগেটেড হবে।
লিগে শনিবার চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবচেয়ে আলোচিত লড়াই বসুন্ধরা কিংস অ্যারেনায়, যেখানে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস। আগের রাউন্ডে পুলিশের কাছে হারের পর আবাহনীর বিপক্ষে পয়েন্ট হারালে শীর্ষস্থান হুমকিতে পড়তে পারে। জিততে পারলে প্রথম লেগে তাদের অবস্থান আরও মজবুত হবে।
মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলবে ফর্টিজ। এই ম্যাচে জয় পেলে টেবিলের দ্বিতীয় স্থান প্রায় নিশ্চিত হবে ফর্টিজের। একই সময়ে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান রহমতগঞ্জের মুখোমুখি হবে। গাজীপুরে দিনের আরেক ম্যাচে খেলবে পিডব্লিউডি ও ফকিরেরপুল।




