জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয়েছে বসুন্ধরা কিংসকে। তবে হার এড়ানোর নায়ক হয়েছেন আনিসুর রহমান জিকো। আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ এক পেনাল্টি ঠেকিয়ে দিয়ে ২-২ ড্র নিশ্চিত করেন কিংসের গোলরক্ষক। এতে লিগে টানা দ্বিতীয় হার এড়ানোর পাশাপাশি শীর্ষস্থান ধরে রাখল কিংস।

ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি স্বাগতিকদের নিয়ন্ত্রণে। মাত্র পাঁচ মিনিটেই লিড নেয় কিংস। ব্রাজিলিয়ান ডরিয়েলটনের নিখুঁত পাস ধরে আবাহনীর গোলরক্ষককে পরাস্ত করেন রাকিব হোসেন। ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইমানুয়েল সানডে, এবারও সহায়ক ভূমিকায় ডরিয়েলটন।
২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচটা নিজেদের মুঠোয় রাখতে পারেনি কিংস। ১৯ মিনিটে আবাহনী ম্যাচে ফেরে। বক্সের ভেতরে মিরাজুল ইসলাম ফাউল হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।

বিরতির পরপরই সমতায় ফেরে আবাহনী। ৫১ মিনিটে শেখ মোরসালিনের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর জিকোকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন দিয়াবাতে। জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ তখন অনেকটাই চলে যায় সফরকারীদের দিকে।

৭০ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জিকো। আবাহনীর পাওয়া আরেকটি পেনাল্টিতে দিয়াবাতের শট দুর্দান্তভাবে ঠেকান তিনি। এতে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট হয় দিয়াবাতের, আর নায়ক হয়ে ওঠেন কিংসের গোলরক্ষক।

শেষ পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ২-২ গোলে ড্রয়ে শেষ হয় ম্যাচটি। দুই দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই বছর শেষ করল বসুন্ধরা কিংস।

Previous articleমোহামেডান-রহমতগঞ্জ ও ব্রাদার্স-ফর্টিস ড্র, গাজীপুরে ফকিরেরপুলের জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here