প্রথমবার মেয়েদের লিগে খেলতে নেমেই দারুণ বার্তা দিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। শিরোপাধারী নাসরিন একাডেমির বিপক্ষে একপেশে ম্যাচে ৮–০ গোলের বড় জয় তুলে নিয়ে লিগ শুরু করল তরুণদের দলটি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বিকেএসপি। অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি অভিজ্ঞ প্রতিপক্ষকে চাপে রেখে প্রথমার্ধেই ম্যাচের রাশ নিজেদের হাতে নেয়।
একাদশ মিনিটে প্রথম বড় সুযোগ পায় বিকেএসপি। গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্ট পেয়েও অয়ন্ত বালা গোল করতে পারেননি। তার বাঁকানো কর্নার প্রায় সরাসরি জালে ঢুকে যাচ্ছিল, সুমি রানী শেষ মুহূর্তে ক্লিয়ার করে নাসরিন একাডেমিকে বাঁচান।
চাপ ধরে রেখেই ২২তম মিনিটে এগিয়ে যায় বিকেএসপি। কর্নার থেকে বক্সের জটলার ভেতর আইরিন খাতুনের শটে আসে প্রথম গোল। চার মিনিট পর গোলকিপারের ভুল কাজে লাগিয়ে আলমিনা নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন। ৩৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ে। গোলকিপারকে কাটিয়ে প্রতিমা মুন্দা শট না নিয়ে পাস বাড়ান অয়ন্ত বালার দিকে, সহজ সুযোগে জাল খুঁজে নেন তিনি। প্রথমার্ধেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় নাসরিন একাডেমি।
প্রচণ্ড শীতের কারণে দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমে এলেও গোলের ধারা থামেনি। ৭৩তম মিনিটে দূরের পোস্ট দিয়ে নিজের নাম লেখান প্রতিমা মুন্দা। এরপর রিয়া দূরপাল্লার শটে গোল করেন। ৮৩তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ফাতেমা আক্তার ব্যবধান আরও বাড়ান।
শেষ দিকে ফাতেমার একাধিক শট ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত প্রতিরোধ ভাঙে নাসরিন একাডেমির। যোগ করা সময়ে উম্মে কুলসুমের শট গোলকিপারের হাত ফসকে জালে জড়ালে ৮–০ গোলের বড় জয় নিশ্চিত করে বিকেএসপি।
তারকা সমৃদ্ধ দল ভেঙে এবার অনভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে লিগ শুরু করা নাসরিন একাডেমির জন্য এটি ছিল কঠিন এক দিন। আর বিকেএসপির জন্য অভিষেক ম্যাচেই শক্ত অবস্থানের স্পষ্ট




