সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই শোকের অংশ হিসেবে ফেডারেশনের আওতাধীন আজকের সব নির্ধারিত ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।
আজ ফেডারেশন কাপ, সিনিয়র ডিভিশন ( প্রথম বিভাগ), নারী ফুটবল লিগ ও অ-১৫ জাতীয় ফুটবল লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার কথাছিলো।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, “শোকের প্রতি সম্মান জানিয়ে আজ (আজকের তারিখে) আয়োজিতব্য সব ধরনের ম্যাচ ও ফুটবল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর পরিবর্তিত সূচি পরবর্তীতে জানানো হবে।”
বাফুফের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব নতুন ফিক্সচার প্রকাশ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দল, কর্মকর্তা ও দর্শকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে ফেডারেশন।
এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বাফুফের মিডিয়া ডিপার্টমেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।




