বাংলাদেশ নারী ফুটবল লিগ মানেই একের পর এক গোল। চলমান আসরেও তার ব্যতিক্রম নেই। তবে বড় ব্যবধানের জয় যতটা চোখে পড়ছে, ততটাই সামনে আসছে এশিয়া কাপের আগে লিগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন।

দিনের শেষ ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা রেঞ্জার্সকে। শামসুন্নাহার ও তহুরা দুজনই চারটি করে গোল করেন। বাকি দুটি গোল করেন মনিকা চাকমা ও মারিয়া মান্দা।

প্রায় দুই মাস পরই বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নেবে। তার আগে এমন একপেশে লিগ আফিদা, ঋতুপর্ণাদের জন্য কতটা কার্যকর প্রস্তুতি দিচ্ছে, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ফরাশগঞ্জ ও রাজশাহী স্টারস তুলনামূলকভাবে ভালো দল গড়লেও লিগের সার্বিক মান, কোচিং ও খেলোয়াড়দের ফিটনেস নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। লিগ শেষ হওয়ার সময় ফিটনেস কোন অবস্থায় থাকবে, সেটিও বড় প্রশ্ন।

নিম্নমানের প্রতিযোগিতা আর ফিটনেস ঘাটতি নিয়ে আবার এশিয়া কাপের প্রস্তুতি শুরু করা চ্যালেঞ্জিং হতে পারে। মজার বিষয়, বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার সারা বছর ভুটান লিগের মান নিয়ে সমালোচনা করলেও এশিয়া কাপের আগে নারী লিগ আয়োজনের পরামর্শ দিয়েছেন ফেডারেশনকে।

দিনের প্রথম ম্যাচে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে হারিয়েছে আনসার ভিডিপি ফুটবল ক্লাবকে।

পরের ম্যাচে সিরাজ স্মৃতি সংসদ ৫-১ ব্যবধানে জয় পায় জামালপুরের কাচারিপাড়া একাদশের বিপক্ষে।

Previous articleসাড়ে চার বছরের সম্পর্কের ইতি, মোহামেডান ছাড়লেন মুজাফফর মুজাফফরভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here