হারের হতাশা কাটিয়ে জয়ের মুখ দেখল পুলিশ নারী ফুটবল দল। লিগের দ্বিতীয় ম্যাচে কমলাপুরে সদ্যপুষ্করণীকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলেছে দলটি। ম্যাচের কেন্দ্রে ছিলেন অভিজ্ঞ মিডফিল্ডার সানজিদা আক্তার, যিনি গোলের পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন।

নারী ফুটবল লিগে পুলিশের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে আর্মির বিপক্ষে ০-২ গোলে হারতে হয়েছিল দলটিকে। তবে দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়াল পুলিশ। কমলাপুরের শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সদ্যপুষ্করণীর বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় তারা।


ম্যাচের ১৫ মিনিটেই পুলিশের লিগের প্রথম গোলটি করেন সানজিদা আক্তার। এক সময়ের জাতীয় দলের নির্ভরযোগ্য এই মিডফিল্ডারের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পুলিশ। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে আইরিন খাতুন ব্যবধান বাড়ালে জয় নিশ্চিত হয়। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচ সেরার পুরস্কারও পান সানজিদা।

জাতীয় দল প্রসঙ্গেও সানজিদা বরাবরের মতো আলোচনায়। ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা খেলোয়াড়দের একজন তিনি। সাবিনা খাতুন ও কৃষ্ণা রানীদের মতো তাকেও জাতীয় দলের ক্যাম্পে ডাকেননি বাটলার। সাবিনারা যখন ফুটসাল খেলতে থাইল্যান্ডে, তখন সানজিদা বেছে নিয়েছেন ঘরোয়া লিগ। এই পারফরম্যান্স কোচের নজরে পড়ে কি না, সেটিই এখন দেখার বিষয়।

অপর দিকে দিনের অন্য ম্যাচে সিরাজ স্মৃতি সংঘ গোল শূন্য ড্র করেছে আনসার ভিডিপির সাথে। আর রাতের ম্যাচে কাচারি পাড়া একাদশকে ২৩-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ এসসি।

এদিকে কমলাপুর স্টেডিয়ামে নারী লিগের বেশিরভাগ ম্যাচই হচ্ছে ফ্লাডলাইটে। তবে আন্তর্জাতিক মানের তুলনায় আলো কিছুটা কম। বাফুফের অনুরোধে জাতীয় ক্রীড়া পরিষদ ফ্লাডলাইট সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

Previous articleএকপেশে লিগে গোলের বন্যা, এশিয়ান কাপের প্রস্তুতি নিয়ে প্রশ্ন
Next articleমারামারির ছায়ায় গোলবন্যা: ২৩ গোলের রেকর্ড জয় ফরাশগঞ্জের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here