বিশ্বকাপের বছরে আন্তর্জাতিক সূচি সাজাতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জুনের ফিফা উইন্ডোকে সামনে রেখে এবার মালদ্বীপ থেকে এসেছে চার জাতির টুর্নামেন্টের আমন্ত্রণ। সাফ অঞ্চলের দলগুলোকে নিয়ে হতে যাওয়া এই আসরে অংশগ্রহণ করলে র‌্যাঙ্কিংয়ের পাশাপাশি প্রস্তুতির ভালো সুযোগ পেতে পারে বাংলাদেশ।

২০২৬ সাল বিশ্বকাপ ফুটবলের বছর। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই টুর্নামেন্ট। তার আগে ১ থেকে ৯ জুন ফিফা উইন্ডো থাকছে, যা মূলত বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর প্রস্তুতির জন্য নির্ধারিত। তবে বিশ্বকাপে না খেলা দলগুলোর জন্যও এই সময়টা গুরুত্বপূর্ণ, র‌্যাঙ্কিং উন্নয়ন ও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ থাকে এই উইন্ডোতে।

এই সুযোগকে কাজে লাগাতে মালদ্বীপ তাদের ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি চার জাতির টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে। সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মালদ্বীপ সফরে গেলে এই টুর্নামেন্টের লোগোও উন্মোচন করা হয়। উল্লেখযোগ্যভাবে, ২০০০ সালে মালদ্বীপ ফুটবল সংস্থার ৫০ বছর পূর্তির আসরেও বাংলাদেশ অংশ নিয়েছিল।

এবারও সাফভুক্ত দেশগুলোকে নিয়েই ৭৫ বছর পূর্তির টুর্নামেন্ট আয়োজন করতে চায় মালদ্বীপ। ইতোমধ্যে শ্রীলঙ্কা অংশগ্রহণে সম্মতি দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজ মালদ্বীপ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। কয়েক দিনের মধ্যেই জাতীয় দল কমিটি কিংবা বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই আমন্ত্রণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এর আগে বাংলাদেশ জাতীয় দল আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে মালয়েশিয়া বা থাইল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। অ্যাওয়ে ম্যাচ সম্ভব না হলে ঢাকায় হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বাফুফের।

জুনের ফিফা উইন্ডোতে বড় সুবিধা হলো ইউরোপে খেলা ফুটবলারদের পাওয়া। এই সময় ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য থাকে। ফলে হামজা চৌধুরী ও শমিত শোমের মতো প্রবাসী ফুটবলারদের নিয়েই জাতীয় দল খেলতে পারবে বাংলাদেশ, যা মালদ্বীপের প্রস্তাবিত টুর্নামেন্টকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে।

Previous articleপৃষ্ঠপোষক সংকটে সুপার কাপ বাতিল
Next articleশিরোপাধারীদের জালে গোলের বন্যা, নাসরিন একাডেমিকে ১৫-০ গোলে বিধ্বস্ত করল পুলিশ এফসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here