বাংলাদেশ নারী ফুটবল লিগে দুর্দান্ত ফর্মে থাকা রাজশাহী স্টার টানা তৃতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে। জাতীয় দলের সুপারস্টার ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে সানজিদার পুলিশ এফসিকে ৭-০ ব্যবধানে পরাজিত করেছে তারা।

নারী ফুটবল লিগে আজ ছিল চতুর্থ রাউন্ডের পাঁচটি ম্যাচ। দিনের শেষ ম্যাচটি সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয় রাজশাহী স্টার ও পুলিশ এফসির মধ্যে। দুই দলেই জাতীয় দলের একাধিক ফুটবলার থাকায় ম্যাচটি ঘিরে ছিল বাড়তি উত্তেজনা। তবে মাঠের খেলায় একচেটিয়া আধিপত্য দেখিয়েছে রাজশাহী স্টার।

ম্যাচের ৯ ও ১২ মিনিটে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে ২-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রাজশাহী। চলতি লিগের প্রথম দুই ম্যাচে জয় পেলেও গোলের দেখা পাননি ঋতুপর্ণা, আজ সেই আক্ষেপ ঘুচিয়েছেন জাতীয় দলের এই তারকা ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল যোগ করে ৭-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে রাজশাহী স্টার।

আজকের অন্য ম্যাচগুলোতেও ছিল গোলের বন্যা। দিনের প্রথম ম্যাচে আনসার ভিডিপি উমহেলা মারমার পাঁচ গোলে নাসরিন স্পোর্টিং একাডেমিকে পরাজিত করে। গত লিগের চ্যাম্পিয়ন নাসরিন এবারও হারের ধারায় থাকল, যদিও আজ তারা একটি গোল শোধ দিতে পেরেছে।

পরের ম্যাচে দেখা যায় গোলের ঝড়—মোট ১৮ গোলের ম্যাচে উন্নতি খাতুন ডাবল হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হন।
সদ্য পুষ্করণী ৭-০ গোলে ঢাকা রেঞ্জার্সকে হারায়। চার গোল করে ম্যাচ সেরা হন ঝিনুক।

আরেক ম্যাচে ফরাশগঞ্জ ৯-০ গোলে সিরাজ স্মৃতিকে পরাজিত করে। এই ম্যাচে শামসুন্নাহার জুনিয়র চার গোল করে ম্যাচ সেরা হন, মারিয়া মান্দা করেন হ্যাটট্রিক।
চতুর্থ রাউন্ড শেষে শিরোপার লড়াই আরও জমে উঠেছে, আর রাজশাহী স্টার নিজেদের শক্ত অবস্থানের জানান দিল বড় এই জয়ের মাধ্যমে।

Previous articleচলে গেলেন মোহামেডানের সমর্থকদের প্রাণপুরুষ আতা,ফুটবলাঙ্গনে শোক
Next articleহাই-প্রোফাইল কোচ চান জামাল ভূঁইয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here