নারী ফুটবল লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে রাজশাহী স্টারস। অধিনায়ক ঋতুপর্ণা চাকমার নেতৃত্বে আনসারকে একতরফা ৮-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে দলটি। নিজে এক গোল করার পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন জাতীয় নারী দলের এই তারকা ফুটবলার।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় রাজশাহী। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল যোগ করে বড় জয় নিশ্চিত করে দলটি। ৬৩ মিনিটে আলপি আক্তারের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে দ্বিতীয় প্রচেষ্টায় বাঁ পায়ের দুর্দান্ত শটে নিজের গোলটি করেন ঋতুপর্ণা।
রাজশাহীর হয়ে রেশমি করেন জোড়া গোল। এছাড়া একটি করে গোল করেন ঋতুপর্ণা চাকমা, আলপি আক্তার, মুনকি আক্তার, শাহেদা আক্তার রিপা, পূজা এবং সৌরভী আকন্দ প্রীতি।

মঙ্গলবার নারী ফুটবল লিগে অনুষ্ঠিত হয়েছে মোট পাঁচটি ম্যাচ। প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ আর্মি, রাজশাহী স্টারস ও ফরাশগঞ্জ।
দিনের তৃতীয় ম্যাচে রংপুরের ক্লাব সদ্যপুস্করিনীকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ফরাশগঞ্জ। ম্যাচে চার গোল করেন ছোট শামসুন্নাহার। একটি করে গোল করেন নেপালের পূজা রানা, শামসুন্নাহার সিনিয়র ও অনামিকা ত্রিপুরা।
এর আগে ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পায় বাংলাদেশ আর্মি। উন্নতি খাতুন একাই করেন চার গোল। জোড়া গোল করেন জয়নব বিবি রিতা। অপর গোলটি করেন মোসাম্মৎ সুলতানা।

দিনের প্রথম ম্যাচে কাচারিপাড়া একাদশকে ৯-১ গোলে হারায় নাসরিন একাদশ। পপি রানী করেন পাঁচ গোল, আসমা খাতুন করেন হ্যাটট্রিক। অন্য গোলটি আসে মোসাম্মৎ সোমা আক্তারের পা থেকে। কাচারিপাড়ার হয়ে সান্ত্বনার একমাত্র গোলটি করেন সোহেলী শারমিন।
দিনের শেষ ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কে ১-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ম্যাচের একমাত্র গোলটি করেন আইরিন আক্তার।




