আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হচ্ছে সাফ ফুটসালের প্রথম আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ ফুটসাল দল, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। দক্ষিণ এশিয়ার সাতটি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
উদ্বোধনী দিনে বাংলাদেশ–ভারত ম্যাচের পাশাপাশি মুখোমুখি হবে পাকিস্তান–মালদ্বীপ এবং শ্রীলঙ্কা–ভুটান। টুর্নামেন্টের প্রথম দিন থেকেই তাই জমে উঠছে প্রতিযোগিতার উত্তাপ।
গত সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটসালে অভিষেক হয় বাংলাদেশের। ওই আসরকে সামনে রেখে গড়া হয় দেশের প্রথম জাতীয় ফুটসাল দল। সাফ ফুটসাল হচ্ছে সেই জাতীয় দলের দ্বিতীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট।
বাংলাদেশ দলের অধিনায়ক রাহবার খান আশাবাদী ভালো পারফরম্যান্সের ব্যাপারে। তিনি বলেন,“আমাদের দলের মধ্যে এখন ভালো বোঝাপড়া তৈরি হয়েছে এবং দিন দিন আমরা উন্নতি করছি। আশা করি আমরা ভালো খেলব।”
এদিকে, থাইল্যান্ডেই একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে মেয়েদের সাফ ফুটসাল প্রতিযোগিতা। আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সাবিনা খাতুনদের প্রথম ম্যাচেও প্রতিপক্ষ ভারত।




