থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ফুটসালে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ম্যাচে দুই দফা পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে সাবিনা খাতুনের দল। ফলে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে এক পয়েন্ট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলতে থাকে ভুটান। প্রথমার্ধে তারা এক গোলে এগিয়ে যায়। তবে খুব বেশি সময় পিছিয়ে থাকতে হয়নি বাংলাদেশকে। মধ্যমাঠ থেকে নেওয়া দূরপাল্লার দুর্দান্ত শটে সুমাইয়া মাতসুসিমা গোল করে সমতা ফেরান। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। সেই সুযোগ কাজে লাগিয়ে পরপর দুই গোল করে ভুটান। এতে আবারও চাপে পড়ে সাবিনারা। তবে এখানেই থেমে থাকেনি বাংলাদেশ। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অধিনায়ক সাবিনা খাতুন নিজেই একটি গোল করে ব্যবধান কমান।
এরপর ম্যাচে ফেরে উত্তেজনা। বাংলাদেশকে সমতায় ফেরান মাসুরা পারভীন। শেষ কয়েক মিনিটে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ৩-৩ সমতায় ম্যাচ শেষ হয় এবং উভয় দল এক পয়েন্ট করে অর্জন করে।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারিয়েছিল। অন্যদিকে ভুটান তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। বাংলাদেশের বিপক্ষেও ড্র করে তারা ধারাবাহিকতা ধরে রাখল।
সাফ নারী ও পুরুষ ফুটসালে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। প্রত্যেক দল পাঁচটি করে ম্যাচ খেলবে এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হবে। বর্তমানে বাংলাদেশ নারী দল দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে বাংলাদেশ পুরুষ ফুটসাল দল দুই ম্যাচ শেষে পেয়েছে ১ পয়েন্ট।




