থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ফুটসালে টানা দ্বিতীয় জয়ে শিরোপার সম্ভাবনা আরও উজ্জ্বল করল বাংলাদেশ। সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে সাবিনা খাতুনের দল। এর আগে ভুটানের সঙ্গে ড্র হলেও ভারতকে হারিয়ে শুরু করা বাংলাদেশ এখন তিন ম্যাচে সংগ্রহ করেছে ৭ পয়েন্ট।

ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা করেন। এই টুর্নামেন্টে তিন ম্যাচে এটি তার চতুর্থ গোল—প্রথম ম্যাচে জোড়া গোলের পর পরের দুই ম্যাচেই একটি করে গোল করলেন তিনি। প্রথমার্ধের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা রাণী সরকার। দুর্দান্ত বল নিয়ন্ত্রণের পর দূর থেকে নেওয়া তার জোরালো শটে নেপালের গোলরক্ষক পরাস্ত হন।

এক সময় জাতীয় নারী ফুটবল দলের অপরিহার্য সদস্য ছিলেন সাবিনা ও কৃষ্ণা। তবে ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে সৃষ্ট দূরত্বের কারণে বর্তমানে তারা জাতীয় দলের বাইরে, ফলে ফুটসালেই ব্যস্ত থাকতে হচ্ছে তাদের।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণে নেপালের গোলরক্ষককে ব্যতিব্যস্ত করে তোলে সাবিনারা। শেষ পর্যন্ত লিপি আক্তারের জোরালো শট ঠেকাতে ব্যর্থ হন তিনি। ফ্রি কিক থেকে সুমাইয়ার বাড়ানো বল বক্সের বাইরে থেকে দারুণ দক্ষতায় জালে পাঠান লিপি। ম্যাচের শেষদিকে নেপালের আক্রমণ গোলরক্ষক ঝিলি আক্তার দক্ষতায় রুখে দেন।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতকে ৩-১ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। নেপালের বিপক্ষে জয়ের ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছে দলটি।

সাফ নারী ও পুরুষ ফুটসালে সাতটি দল অংশ নিচ্ছে। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দলই হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল তিন ম্যাচে পেয়েছে চার পয়েন্ট। আগামীকাল তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরের দিন বুধবার একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে সাবিনা খাতুনের

Previous articleভুটানকে হারিয়ে ফুটসালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here