সিনিয়র ডিভিশন ফুটবল লিগের পর্দা নামলেও বিতর্ক থামেনি। যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের শিরোপা উৎসবের দিনই পাতানো ম্যাচের অভিযোগে উত্তাল হয়ে ওঠে কমলাপুর স্টেডিয়াম।

আজ (গতকাল) শেষ হয়েছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। শেষ ম্যাচ শেষে ট্রফি তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের হাতে। ট্রফি নিয়ে ক্লাবটি উদযাপনে মেতে উঠলেও একই সময়ে উঠেছে পাতানো ম্যাচের অভিযোগে প্রতিবাদের সুর।

সিনিয়র ডিভিশন লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ সাপেক্ষে চ্যাম্পিয়নশিপ লিগে খেলার সুযোগ পায়। এবার রানার্সআপ হয়েছে মহাখালী। তবে মহাখালীকে নিয়ে আপত্তি তোলে সাধারণ বীমা। তাদের দাবি, সিদ্দিক বাজার ও মহাখালীর মধ্যকার ম্যাচটি তদন্ত করা উচিত। এ দাবিতে আজ কমলাপুর স্টেডিয়ামে জোরালো প্রতিবাদ জানায় সাধারণ বীমা।

ট্রফি হস্তান্তর ও লিগ শেষ হলেও বিষয়টি ফেডারেশনের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ। তিনি বলেন,

“পুরস্কার প্রদান শেষ হয়েছে। ম্যাচগুলোতে ক্যামেরা ছিল, পাতানো খেলা শনাক্তকরণ কমিটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযুক্ত বিষয়টি নিয়ে অবশ্যই তাদের কাছ থেকে মতামত নেব।”

ঘরোয়া ফুটবলের নিচের স্তরের লিগগুলোতে প্রায়ই পাতানো ম্যাচের অভিযোগ ওঠে। তবে অনেক অভিযোগের সত্যতা যাচাইয়ে ফেডারেশন সক্রিয় হয় না বলেও সমালোচনা রয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে ক্লাব কিংবা খেলোয়াড়দের পক্ষ থেকে ভিত্তিহীন অভিযোগ তোলার নজিরও আছে।

Previous articleনির্বাচনের কারণে স্থগিত বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here