ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে দারুণ ছন্দে ফিরেছে বাংলাদেশ পুরুষ দল। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫–১ গোলে উড়িয়ে দিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে রাহবার খানের নেতৃত্বাধীন দল।
ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শুরুতেই অধিনায়ক রাহবার খান নিজের দক্ষতার ঝলক দেখান। বাম প্রান্ত থেকে কোনাকুনি শটে প্রথম গোলটি করেন তিনি। যদিও এক গোলে পিছিয়ে পড়ার পর শ্রীলঙ্কা সমতায় ফেরে। বাংলাদেশের গোলরক্ষক রাব্বি বক্সের সামনে এসে ফাউল করায় ফ্রি কিক পায় লঙ্কানরা। সেই সুযোগ কাজে লাগিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ১–১।
তবে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। কয়েক মিনিটের মধ্যেই আবারও রাহবার গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। ডান প্রান্ত থেকে নেওয়া তার নিখুঁত শটে প্রথমার্ধ শেষে বাংলাদেশ ২–১ গোলে লিড নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। তৃতীয় গোলেও বড় ভূমিকা রাখেন অধিনায়ক রাহবার। তার বাড়ানো বল পোস্টের সামনে থেকে আলতো টোকায় জালে পাঠান মঈন। ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
খেলার অন্তিম মুহূর্তে আবিরের গোলটি ছিল চোখে পড়ার মতো। শ্রীলঙ্কার আক্রমণ প্রতিহত করার পর নিজেদের বক্সের একটু সামনে থেকে লম্বা শট নেন তিনি। গোলরক্ষক ও ডিফেন্ডার পোস্টে না থাকায় বল সরাসরি জালে জড়িয়ে যায়।
উল্লেখ্য, কানাডা প্রবাসী ফুটবলার রাহবার খান এর আগে ব্রিটিশ কোচ জেমি ডের সময়ে জাতীয় দলে খেললেও পরে আর ডাক পাননি। গত বছর মালয়েশিয়ায় এশিয়ান ফুটসালের বাছাইপর্বে বাংলাদেশ দল গঠনের সময় আবারও দলে ফেরেন তিনি। ফুটসাল কমিটি তাকে অধিনায়কত্ব দেয়, আর সেই দায়িত্ব তিনি দারুণভাবে পালন করছেন।
সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে মোট সাতটি দেশ অংশ নিয়েছে। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে এবং পয়েন্ট তালিকার শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন। চার ম্যাচ শেষে বাংলাদেশ পুরুষ দল দুটি জয়, একটি ড্র ও একটি হারে পয়েন্ট সংগ্রহ করেছে।
অন্যদিকে, বাংলাদেশ নারী দল এখনও অপরাজিত। তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্র নিয়ে ভালো অবস্থানে আছে সাবিনারা। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।




