ব্যাংককে চলমান সাফ পুরুষ ফুটসাল টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ পুরুষ দল। ১–৫ গোলের এই পরাজয়ে রানার্সআপ হওয়ার সম্ভাবনা কঠিন হয়ে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সাফ ফুটসাল টুর্নামেন্টে আজ পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ পুরুষ ফুটসাল দল। ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটসাল খেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ১৮ মিনিটে আলী আঘার গোলে এগিয়ে যায় পাকিস্তান। ২০ মিনিটের প্রথমার্ধ শেষে ১–০ ব্যবধানে লিড নিয়েই ড্রেসিংরুমে ফেরে তারা।
দ্বিতীয়ার্ধে দুই দল মিলে মোট পাঁচটি গোল করে। ৩১ মিনিটে জায়েদ উদ্দিন খানের গোলে ব্যবধান দ্বিগুণ করে পাকিস্তান। ৩৬ মিনিটে ফায়েদ আজিম একটি গোল শোধ করে বাংলাদেশকে ম্যাচে ফেরার আশা দেখান। তবে শেষ চার মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় পাকিস্তান। ৩৭ মিনিটে সালার আহমেদ গোল করেন। এরপর ম্যাচের শেষ মিনিটে আবারও গোল করেন জায়েদ উদ্দিন খান ও আলী আঘা। শেষ পর্যন্ত ৫–১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
সাফ নারী ও পুরুষ উভয় ফুটসাল টুর্নামেন্টেই সাতটি দল অংশগ্রহণ করছে। প্রত্যেক দল ছয়টি করে ম্যাচ খেলার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। আজকের হারের পর পাঁচ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১০। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান ড্র করলেই বাংলাদেশের পক্ষে রানার্সআপ হওয়া আর সম্ভব হবে না। বাংলাদেশের পুরুষ দলের শেষ ম্যাচ পরশু নেপালের বিপক্ষে।
অন্যদিকে নারী ফুটসালে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। সাবিনা খাতুনদের দল চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে আছে। আগামীকাল টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।




