নারী ফুটবল লিগে শিরোপার লড়াইয়ে বড় ধাক্কা খেল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গোলকিপারের এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে আলপি আক্তারের করা একমাত্র গোলে শক্তিশালী ফরাশগঞ্জকে ১-০ ব্যবধানে হারিয়েছে রাজশাহী স্টার্স। এই জয়ে লিগে নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রেখে চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল নবাগত রাজশাহী দল।
শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ফরাশগঞ্জ গোলকিপার ইয়ারজান বেগমের ভুলে। সেই সুযোগ লুফে নিয়ে জাল কাঁপান রাজশাহীর স্ট্রাইকার আলপি আক্তার। এরপর ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করেও গোলের দেখা পায়নি পুরান ঢাকার ক্লাবটি।

এই গোলের মাধ্যমে চলমান লিগে আলপির গোলসংখ্যা দাঁড়ালো ২০-এ। তাঁর ওপরে আছেন কেবল শামসুন্নাহার জুনিয়র (২২ গোল)। এ ম্যাচ ছিল ফরাশগঞ্জের চলতি লিগে প্রথম পরাজয়। অন্যদিকে মাহমুদা শরীফা অদিতির নেতৃত্বে রাজশাহী স্টার্স সপ্তম রাউন্ড শেষ করল অপরাজিত থেকেই।
সাত ম্যাচে শতভাগ জয় নিয়ে রাজশাহীর পয়েন্ট এখন ২১। সমান ম্যাচে ৬ জয় ও ১ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে ফরাশগঞ্জ। এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব লিমিটেড, যারা ফরাশগঞ্জের বিপক্ষে হারলেও রাজশাহীর সঙ্গে এখনো মুখোমুখি হয়নি।
লিগে বাকি রয়েছে আরও তিন রাউন্ড। এই তিন ম্যাচ জিততে পারলেই সময়ের অপেক্ষা মাত্র রাজশাহীর শিরোপা উৎসব। তবে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচটি। ওই ম্যাচের ফলই অনেকটা নির্ধারণ করে দেবে শিরোপার ভাগ্য। নিয়মমাফিক কোনো অঘটন না ঘটলে নারী লিগে অভিষেকেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে রাজশাহী স্টার্স।
ফরাশগঞ্জের ক্ষেত্রেও বাকি তিন ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও, তিনটিতে জয় পেলেও তাদের তাকিয়ে থাকতে হবে রাজশাহী-আর্মি ম্যাচের দিকে। ওই ম্যাচের ফলাফলের ওপরই ঝুলে আছে তাদের শিরোপা স্বপ্ন।

ম্যাচের একমাত্র গোলদাতা আলপি আক্তার বলেন,‘অবশ্যই খুব ভালো লাগছে। এই ম্যাচটি জিতলে শিরোপা জেতার সুযোগ তৈরি হয়—এটা আমরা জানতাম। প্রতিটি ম্যাচেই আমরা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামি। আজ শেষ পর্যন্ত জিততে পেরে সত্যিই খুশি।’
ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার, স্বপ্না রানী ও শিউলি আজিমদের মতো তারকায় ভরা দলে নিয়মিত পারফর্ম করা আলপি আরও যোগ করেন,‘সিনিয়রদের সামনে ভালো খেলতে পারলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। আজও ভালো করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’
গোল হজমের পর ফরাশগঞ্জের মিডফিল্ডার মারিয়া মান্দা ও মনিকা চাকমা একের পর এক আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি দলটি। ম্যাচ শেষে ফরাশগঞ্জ অধিনায়ক মারিয়া বলেন,‘একটা ভুলেই গোল হয়ে গেল। এরপর আর ম্যাচে ফিরতে পারিনি। এখন সামনে তাকানো ছাড়া কিছু নেই। বাকি ম্যাচগুলো জিততে চাই, তারপর দেখা যাক কী হয়।’
লিগে এখন পর্যন্ত ১৩ গোল করা মারিয়া সামনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিয়েও কথা বলেন,‘প্রস্তুতি ভালো হচ্ছে। তবে সবাই এক দলে না থাকায় বোঝাপড়াটা পুরোপুরি হচ্ছে না। প্রীতি ম্যাচ খেলতে পারলে সেটা কাজে দিত। তবে লিগে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়েছে, কঠিন ম্যাচ খেলেই আমাদের প্রস্তুতি আরও ভালো হবে।’
দিনের প্রথম ম্যাচে, আবারও হারের তেতো স্বাদ পেয়েছে নাসরিন একাডেমি। সোমা রানীর হ্যাটট্রিকে গতবারের লিগ জয়ীদের ৫-০ গোলে হারিয়েছে সিরাজ স্মৃতি সংসদ।অপর দিকে সদ্যপূস্করনি যুব স্পোর্টিং ক্লাবকে ৯-০ গোলে হারিয়েছে আর্মি স্পোর্টস ক্লাব।




