ফুটবল ও ফুটসাল—দুটি ভিন্ন ফরম্যাটের আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার অনন্য নেতৃত্বে দেশকে গর্বিত করেছেন সাবিনা খাতুন। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ জয়ের পর জাতীয় নারী দলের অধিনায়ককে ঘিরে গর্বের কথা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে বাংলাদেশ ১৪-২ গোলের বড় ব্যবধানে মালদ্বীপকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত নৈপুণ্য ও নেতৃত্বে সামনে থেকে দলকে পথ দেখান অধিনায়ক সাবিনা খাতুন।


চ্যাম্পিয়ন হওয়ার পর এক অভিনন্দন বার্তায় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন,‘বাংলাদেশ ইতিবাচকভাবে তাদের ফুটসাল যাত্রা শুরু করেছে। আমাদের পুরুষ ও নারী দল বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, আমাদের দেশে প্রতিভা এবং জয়ের মানসিকতা রয়েছে।’

নারী দলের সাফল্যের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন,‘সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য আরও বিস্তার করার জন্য নারী দলকে জানাই বিশেষ অভিনন্দন। বাংলাদেশের একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে খেলার দুটি ভিন্ন ফরম্যাটে—ফুটবল ও ফুটসাল—দলকে চ্যাম্পিয়ন করায় সাবিনাকে নিয়ে আমরা গর্বিত।’


ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান বাফুফে সভাপতি। তিনি বলেন,‘সকল ভক্তকে তাদের সমর্থন ও অনুপ্রেরণার জন্য অসংখ্য ধন্যবাদ।’

Previous articleসালাউদ্দিনের হাত থেকে ট্রফি তুলে নিলেন সাবিনা,ছিলেন কিরনও
Next articleআরেকটি সাফ জিতেও অপেক্ষা, বাফুফের দেড় কোটি টাকা কবে পাবেন সাবিনারা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here