১০ দল নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল)। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বর্ণিল আয়োজনের মাধ্যমে লিগের উদ্বোধন ঘোষণা করেন বাফুফে সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। উদ্বোধনী দিনে মাঠে গড়িয়েছে তিনটি ম্যাচ, যেখানে জয় দিয়ে লিগ শুরু করেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও সিটি ক্লাব।

লিগের প্রথম ম্যাচে বিআরটিসি ও লিটল ফ্রেন্ডস ক্লাবের লড়াই শেষ হয় ২-২ গোলের সমতায়। হাড্ডাহাড্ডি এই ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়।

কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণকে ২-০ গোলে হারায় সিটি ক্লাব। প্রথমার্ধে কোনো গোল না হলেও ম্যাচের শেষ দিকে শুভ রাজবংশী ও আহমেদ রোহানের জোড়া গোলে নিশ্চিত হয় সিটি ক্লাবের জয়।

দিনের শেষ ম্যাচে নাটকীয় লড়াইয়ের পর ওয়ারী ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের বার্তা দেয় তারা।

Previous articleসাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত–পাকিস্তান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here