বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) ২০২৫–২৬ মৌসুমের আজকের ম্যাচগুলোতে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড। দুটি ম্যাচেই ছিল উত্তেজনা, লাল কার্ড ও শেষ মুহূর্তের নাটকীয়তা।
দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব ১-০ গোলে শুকতারা যুব সংসদকে পরাজিত করে। ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৪৬ মিনিটে দিদারুল ইসলাম সৈনিকের করা গোলে এগিয়ে যায় চট্টগ্রাম সিটি এফসি। এরপর ম্যাচের বাকি সময় দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত দিদারুলের গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে চট্টগ্রামের দলটি।

দিনের আরেক ম্যাচে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবের বিপক্ষে নাটকীয় জয় পায় চট্টগ্রাম আবাহনী লিমিটেড। ম্যাচজুড়ে দু’দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও নির্ধারিত সময় পর্যন্ত কোনো গোল হয়নি। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে চট্টগ্রাম আবাহনীর জয় নিশ্চিত করেন মো. মাহফুজুর রহমান বাবু।
এই ম্যাচে ঢাকা রেঞ্জার্সের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে, যখন দলের খেলোয়াড় মো. খলিল ভূঁইয়া দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ডের মাধ্যমে মাঠ ছাড়তে বাধ্য হন।
এই দুই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড। আসরের পরের ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য থাকবে দুই দলেরই।




