ইউসিবি বাফুফে অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লিগের ময়মনসিংহ জোনের চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা। ফাইনালে জামালপুরকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
ফাইনালে দুই গোলসহ মোট সাত গোল করে ময়মনসিংহ জনের সেরা ফুটবলার মাহফুজ মিয়া। গ্রুপ পর্বে নেত্রকোনার বিপক্ষে মাহফুজ করেছিলেন হ্যাটট্রিক। আর গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন ময়মনসিংহ ১-০ গোল হেরেছিল রানার্স আপ জামালপুরের কাছে।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম বার)। উপস্থিত ছিলেন জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। আরও ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান ও ময়মনসিংহ ডিএফের সভাপতি দেলোয়ার হোসেন মুকুল।