গতকাল বাফুফে জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিশ্বকাপ ও এশিয়ান যৌথ বাছাইয়ে আসন্ন দুইম্যাচ নিয়ে মূলত আলোচনা হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপে দুটি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। দুটি ম্যাচের একটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় ৬ জুন, অন্যটি লেবাননের বিপক্ষে ১১ জুন কাতারের দোহায়। ৪ জুন দুপুর সাড়ে ১২টায় অস্ট্রেলিয়া ঢাকায় আসবে। খেলার পরই চলে যাবে। তাদের একটি দল এরইমধ্যে ঢাকায় ঘুরে গেছে। দুটি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ১ জুন থেকে। ৩০ মে হাভিয়ের কাবরেরা দল ঘোষণা করবেন।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাইয়ে সামনেই দুটি ম্যাচ রয়েছে,  ৬ ও ১১ জুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় প্রথম ম্যাচ হবে। কাতারে হবে লেবাননের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। ৪ জুন দুপুর সাড়ে ১২টায় অস্ট্রেলিয়া ঢাকায় আসবে। খেলার পরই চলে যাবে। তাদের একটি দল এরইমধ্যে ঢাকায় ঘুরে গেছে। আরও একটি দল আসবে। তাদের চাহিদা অনুযায়ী সবকিছু করছি। সমন্বয় করে করা হচ্ছে।’

এছাড়া হামজা চৌধুরী ও সুলেমানে দিয়াবাতের বিষয়েও আশার আলো দেখিয়েছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ হামজা । তিনি বলেন,

হাইকমিশনারের সঙ্গে সরাসরি কথা হয়েছে আমার। হামজার মায়ের সঙ্গেও হাইকমিশনারের কথা হয়েছে। হামজা ছুটিতে গেছে। যখন ও সময় পাবে তখন আসবে। ঢাকাতে যে প্রক্রিয়া ফলো করতে হবে তা আমরা ফলোআপের মধ্যে রেখেছি।’

পূর্বে সমস্যাটি নিয়ে তিনি বলেন,

হামজা যেদিন লন্ডন দূতাবাসে গিয়েছিল সেদিন একটা কাগজ কম ছিল। সিস্টেমে আপলোড করা যাচ্ছিল না। ভুল বোঝাবুঝি ছিল। এরপর ও চলে গিয়েছিল।

দিয়াবাতেকে নিয়ে নাবিল বলেন,

জামাল, তারিক, এলিটার চেয়ে দিয়াবাতের বিষয়টি ভিন্ন। আমরা তাকে নিয়েও কাজ করছি। আশা করছি সবকিছু দ্রুত এগিয়ে যাবে। ফেলে রাখার কিছু নেই।

Previous articleশেখ রাসেলের কাছে হেরে ব্রাদার্সের অবনমন; জিতেছে মোহামেডান
Next articleতৃতীয় হয়ে লিগ শেষ করল সেনাবাহিনী!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here