করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যাওয়ার পর আজ আবার মাঠে ফিরেছে মহিলা ফুটবল লিগ ২০২০-২১ এর খেলা। প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসি। নাসরিন ফুটবল একাডেমি ৬-০ গোলে বিধ্বস্ত করে তাঁরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে দলকে লিড এনে দেন শাহেদা আক্তার রিপা। তবে প্রথমার্ধে আর কোন গোল হয়নি।
বিরতির পর গোলবন্যা শুরু করেন আতাউর রহমান কলেজ এসসি’র মেয়েরা। ম্যাচে ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন স্বপ্না খাতুন। এরপর ৫৭ ও ৬৯ মিনিটে জোড়া গোল করে দলকে ৪-০ গোলের লিড এনে দেন সাজেদা খাতুন।
এরপর উন্নতি খাতুনের ম্যাজিকে লিড আরো বাড়ে। ম্যাচের ৮৫ ও ৯৪ মিনিটে দুটি গোল করে এই দূরন্ত খেলোয়াড়। এতে ৬-০ গোলের বিধ্বস্ত হয় নাসরিন একাডেমি।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব টেবিলের দ্বিতীয় স্থানে।অন্যদিকে দুই ম্যাচে দুই হার নিয়ে টেবিলের তলানীতে নাসরিন স্পোর্টস একাডেমি।