নেপালে খেলতে যাওয়া তিন জাতি ফুটবল টুর্নামেন্টকে নতুন করে জাতীয় দল তৈরির মঞ্চ হিসেবে দেখছোন জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। নতুন তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে জাতীয় দলকে আরো শক্তিশালী করতে এমন উদ্যেগ নিয়েছে কমিটি এমনটাই জানান তিনি।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘নেপালে যে ত্রিদেশীয় সিরিজটা আছে এখানে জাতীয় দলকে নতুন করে সাজানোর সুযোগ হিসেবে নামানো হচ্ছে। অনেক সিনিয়র প্লেয়ার হয়ে গেছে, নতুন প্লেয়ার তৈরি করার এখনই সময়।’ তিনি আরো বলেন, ‘আমাদের দলকে গোছাতে হবে, নতুন করে গড়তে হবে। সে জন্য টুর্নামেন্টটি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করি। আমরা আমাদের খেলোয়াড়দের পরখ করে দেখতেও পারব।’

জাতীয় দলের বর্তমান স্কোয়াডে নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়া হয়েছে। বসুন্ধরা কিংসের রিমন, মুক্তিযোদ্ধার ইমন, মেহেদী, রয়েল, মোহামেডানের হাবিবুর রহমান এদের মধ্যে অন্যতম। সামনের বিশ্বকাপ বাছাই ও অনুর্ধ্ব ২৩ দল গঠনের জন্য নেপালের ত্রিদেশীয় সিরিজ একটি প্রস্তুতিই বলা চলে।

Previous articleইউসুফ সিফাতকে বাফুফে’র নোটিশ!
Next articleজাতীয় দলের ম্যানেজার মোঃ ইকবাল হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here