এবারের মৌসুমে বিদেশি ছাড়াই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় ঢাকা আবাহনী লিমিটেড। তবে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে দ্বিতীয় লেগে বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার চেষ্টা ছিল তাদের। আক্রমণভাগে আর্জেন্টাইন স্ট্রাইকার গুস্তাভো ব্রিতোসের যোগ দেওয়া প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু আর্থিক সংকটে শেষ পর্যন্ত আর আসা হলো না তার!
সম্পূর্ণ দেশীয় স্কোয়াড নিয়েও টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা আবাহনী। দ্বিতীয় লেগের জন্য আর্জেন্টাইন স্ট্রাইকার গুস্তাভো ব্রিতোসের যোগ দেওয়াও প্রায় নিশ্চিত ছিল। দুই পক্ষের মধ্যে সবকিছুই চূড়ান্ত ছিল। কিন্তু দলবদলের শেষ সময়ে এসে বদলে গেছে সব। আর্থিক সংকটে আর গুস্তাভোর নাম রেজিস্ট্রেশন করেনি আবাহনী কর্তৃপক্ষ। তাই এই আর্জেন্টাইন স্ট্রাইকার বাংলাদেশে আসছেন না।
এদিকে দ্বিতীয় লেগে দুই বিদেশীকে দলে ভিড়িয়েছে আবাহনী। দুজনই আবাহনীর পুরোনো সৈন্য। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো আবারো ফিরছেন। তার সঙ্গে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাকে দলে নিয়েছে আবাহনী। এর আগেও আবাহনীতে খেলেছেন তিনি। এই দুই বিদেশের সঙ্গে প্রথম লেগে খেলা সকল দেশীয় খেলোয়াড়রা দ্বিতীয় লেগেও আকাশী-নীল ডেরায় রয়েছেন।