বাফুফের নির্বাহী কমিটির আসন্ন সভায় রেফারিদের দাবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। দেশের শীর্ষ ২৭ জন রেফারি গত ১৮ নভেম্বর বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে চিঠি দিয়ে ম্যাচ পরিচালনা ফি ও যাতায়াত ভাতা বৃদ্ধির দাবি জানান। তাদের এই দাবিগুলো ১১ ডিসেম্বর বিকেলে বাফুফে ভবনে অনুষ্ঠিতব্য নির্বাহী কমিটির দ্বিতীয় সভার আলোচ্যসূচিতে চতুর্থ স্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, প্রায় সব বিষয়ে নির্বাহী কমিটির সদস্যদের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার নীতি তিনি অনুসরণ করতে চান। তার এই উদ্যোগ আগের সভাপতির সময় তেমন দেখা যায়নি।
এছাড়া ডিসেম্বরে বাংলাদেশ নারী ও পুরুষ দলের বিদেশি কোচ এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তি নবায়ন বা পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্তও এই মাসেই নেওয়া হবে। যদিও এসব বিষয় সরাসরি আলোচ্যসূচিতে নেই, তবে এইচআর পলিসি বা বিবিধ বিষয়ে আলোচনার সময় উঠে আসতে পারে।
১১ ডিসেম্বরের সভায় বিভিন্ন স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটির পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, গত ৯ নভেম্বর প্রথম নির্বাহী সভায় এসব কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছিল।
এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তারুণ্যের উৎসবে অংশ নেওয়ার লক্ষ্যে বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের খসড়া পরিকল্পনা তৈরি করেছে। এটি নির্বাহী কমিটির অনুমোদনের পর জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণ করা হবে।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ ইতোমধ্যেই মাঠে গড়ালেও লিগের মাঠসহ বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা হয়েছে। তাই আসন্ন সভায় এসব বিষয়গুলো সমাধানে সিদ্ধান্ত হবে। পাশাপাশি জুনিয়র লিগ, তৃণমূল ফুটবল উন্নয়ন, আগামী বছরের বর্ষপঞ্জি এবং বাজেট নিয়েও আলোচনা হবে।