আজ সকালে সৌদি আরবের তায়েফ থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে দলে ছিলেন না ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল। সপ্তাহখানেকের ক্যাম্প শেষ করলেও তিনি দলের সঙ্গে দেশে ফেরেননি, বরং ফিরে গেছেন ইতালি।

মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল ঢাকায় ফিরলেও সেখানে ফাহমিদুলকে দেখা যায়নি। বিষয়টি নিয়ে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান একটি জাতীয় সংবাদমাধ্যমে বলেন,

“সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। তার কোনও চোট নেই। আসলে ওর বয়স কম। ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়ে উঠেনি। ওকে আরও সময় দিতে হবে। কোচ তাকে অনুশীলনে নানাভাবে চেষ্টা করেছে। তার কাছে মনে হয়েছে ফাহমিদুলের আরও সময় প্রয়োজন। হয়তো সামনে অনূর্ধ্ব-২৩ দলে ওকে ডাকা হবে। আস্তে আস্তে মূল দলের জন্য তৈরি করা হবে। এখনই হতাশ হওয়ার কিছু নেই।”

ফাহমিদুলের চলে যাওয়ার ফলে প্রাথমিক স্কোয়াডের সদস্য সংখ্যা ৩০ থেকে কমে দাঁড়িয়েছে ২৯-এ। এদিকে দলের আরও  দুঃসংবাদ হলো, চোটের কারণে ছিটকে গেছেন দুই ফুটবলার সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। ফলে বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগেই দলের সদস্যসংখ্যা আরও কমে গেছে। ভালো ফর্মে থাকা সুশান্তর অনুশীলনে পাওয়া চোটে গ্রেড-১ টিয়ার ধরা পড়েছে। বাদের তালিকায় আরো থাকতে পারেন মোহামেডানের আরিফ।

২৯ জন থেকে চূড়ান্ত ২৩ জন বেছে নেওয়া হবে, যারা ভারত সফরের জন্য নির্বাচিত হবেন। কোন ২৩ জন খেলোয়াড় শেষ পর্যন্ত জায়গা করে নেন চূড়ান্ত স্কোয়াডে তাই দেখার অপেক্ষা।

Previous articleবিসিএলে জয় পেয়েছে লিটল ফ্রেন্ডস ও রেঞ্জার্স!
Next articleফাহামিদুলের বাদ দেয়ার ব্যাপারে কী ব্যাখ্যা দিলেন ক্যাবরেরা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here