সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহেদী হাসান শ্রাবন ও ফাহমিদুল ইসলামের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা চলতে থাকায়, এ বিষয়ে মুখ খুলেছেন ফাহমিদুল ইসলাম।

ফাহমিদুল ইসলাম তার এক ফেইসবুক পোস্টে উল্লেখ করেছেন যে, মিডিয়ায় ছড়িয়ে পড়া সব তথ্য পুরোপুরি সত্য নয়। তিনি বলেন,

“খেলার মাঠের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে নানা ধরনের সংবাদ মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। দুঃখজনকভাবে, বিভিন্ন ধরণের তথ্য প্রচারিত হচ্ছে, এবং সবগুলো তথ্য পুরোপুরি সত্য নয়। খেলাধুলায় ভুল বোঝাবুঝি হতেই পারে, তবে সেগুলো দলের মধ্যেই থাকা উচিত, কারণ প্রতিটি খেলোয়াড়ই খেলাধুলা এবং দেশের প্রতি নিবেদিত।”

তিনি আরও বলেন,

“মেহেদী হাসান শ্রাবণ দীর্ঘদিন ধরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে। তিনি একজন পেশাদার খেলোয়াড়, যিনি সব সময় দলের জন্য তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। কোনো খেলোয়াড়ই ভক্তদের কাছ থেকে অপমান বা হুমকির শিকার হওয়ার যোগ্য নয়, বিশেষ করে যখন তাদের মূল অনুপ্রেরণা হওয়ার কথা ভক্তদেরই।”

ফাহমিদুল ইসলাম ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে বলেন,

“ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়দের পাশে থাকা, তাদের প্রচেষ্টাকে সম্মান জানানো এবং প্রতিটি চ্যালেঞ্জে তাদের সমর্থন করা। আসুন, আমরা আমাদের খেলোয়াড়দের নিচে নামানোর বদলে তাদের অনুপ্রেরণা দেই।”

তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং দলের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Previous articleপাঁচ কোটি ঘাটতিতে বাফুফের বাজেট পাশ
Next article’হামজার অন্তর্ভুক্তি দলের প্রত্যাশা ও আত্মবিশ্বাস বাড়াবে’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here