নারী সাফ চ্যাম্পিয়নশীপের নতুন আরেকটি আসর বসতে চলেছে ছাপ্পান্নো হাজার বর্গমাইলের বাংলাদেশে। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে সাফ অনুর্ধ্ব১৯ নারী ফুটবল।

তবে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কক্সবাজারে। কিন্তু কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় কক্সবাজারে টুর্নামেন্টটি আয়োজন না করে কমলাপুরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কমলাপুর স্টেডিয়ামে সংস্কারের ফলে ফ্লাডলাইট ও ড্রেসিংরুমের উন্নতি হয়েছে, তাই এখানেই টুর্ণামেন্টরি আয়োজন করার উদ্যোগ নিয়েছে ফেডারেশন।

সাফের এই টুর্ণামেন্টে অংশ নিবে বাংলাদেশসহ দক্ষিণের এশিয়া সর্বমোট পাঁচটি দল। বাংলাদেশ ছাড়া অন্য দলগুলো হল ভারত,নেপাল,ভুটান ও শ্রীলঙ্কা। লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্ণামেন্ট। অর্থাৎ প্রত্যেক দলকে প্রত্যেকের মুখোমুখি হতে হবে। পাঁচদলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুইদল ফাইনালে অংশ নিবে।

আসন্ন এই টুর্ণামেন্টকে সামনে রেখে ২৬ জনের প্রাথমিক দল নিয়ে গত ৩০ অক্টোবর প্রধান প্রশিক্ষক গোলাম রাব্বানী ছোটনের তত্ত্বাবধানে শুরু বাংলাদেশ অ-১৯ নারী দলের অনুশীলন।

Previous articleКто И Как Разработал Игру Авиатор
Next articleমাঠেই নিজেকে প্রমান করতে চান ক্রুসিয়ানী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here