বাংলাদেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ করতে ও ভবিষ্যতের জন্য তরুণ ফুটবলারদের প্রস্তুত করতে যাত্রা শুরু করে বাফুফে এলিট একাডেমি। এতদিন কমলাপুর স্টেডিয়ামে আবাসন ব্যবস্থাসহ এখানেই অনুশীলন করছিল একাডেমির ফুটবলাররা। তবে সংস্কার কাজের জন্য আপাতত সেখানে থাকার অবস্থা নেই। তাই বাফুফে এলিট একাডেমির জন্য বিকল্প উপায় বের করার কথা জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।

আজ বাফুফে ভবনে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান বিসিএল চলাকালীন কমলাপুর স্টেডিয়ামেই এলিট একাডেমির ফুটবলারদের আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে এখানে থাকার ব্যবস্থা করা হবে এবং এখান থেকেই ফুটবলাররা বিসিএল খেলবে।

সভা শেষে ডেভলপমেন্ট কমিটির প্রধান নাসের শাহরিয়ার জাহেদী বলেন,

‘আগের সভায় আমরা চার সদস্যের একটি কমিটি করেছিলাম এলিট একাডেমি সংক্রান্ত বিষয়। তারা পাঁচ পাতার খুব সুন্দর প্রতিবেদন দিয়েছে। আমরা কমলাপুর স্টেডিয়ামে কিছু সংস্কার করে এখানে একাডেমি কার্যক্রম শীঘ্রই শুরু করব।’

এদিকে এ বছর অ-১৯ যুবাদের দুটি টুর্নামেন্ট রয়েছে। মে মাসে ভারতে রয়েছে অ-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। এরপর খেলতে হবে এএফসি অ-১৯ এশিয়ান কাপ বাছাইয়ে। তাই সে দলকে প্রস্তুত করতে রাজশাহী বিকেএসপির সহায়তা নেওয়ার কথা জানান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। রাজশাহী বিকেএসপির পক্ষ থেকেও বাফুফেকে সহায়তার কথা বলা হয়েছে। তাই সেখানে রেখেই অ-১৯ যুবাদের প্রস্তুত করার ভাবনা বাফুফের।

এই বছর নভেম্বরে রয়েছে সাফ ও এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে বেশি জোর দিচ্ছে ডেভলপমেন্ট কমিটি,

‘আমরা যশোরের শামসুল হুদা একাডেমিতে অনূর্ধ্ব-১৭ দলকে অন্তত পাঁচ-ছয় মাস অনুশীলন করাতে চাই। যেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে আমরা ভালো ফলাফল করতে পার।’

Previous articleজুনে মাঠে গড়াবে পাইওনিয়ার ফুটবল লিগ
Next articleসৌদি আরব ক্যাম্পের অংশ হচ্ছেন না হামজা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here