দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের শিরোপা নিশ্চিত করে ফেলেছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসের সাথে ২ ম্যাচ হাতে রেখে এবারের মৌসুমের রানার্স আপ শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছে ঢাকা আবাহনীর। তাইতো এই দুই দলের জন্য লিগের বাকি ২ ম্যাচ শুধুই নিয়মরক্ষার। তবে এর পরের রাউন্ডেই অর্থাৎ ২১তম রাউন্ডে একে অপরের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড। আর ২৫ জুলাই এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এরপর বসুন্ধরা কিংস শেখ জামালের বিপক্ষে নিজেদের নিজেদের শেষ খেলবে মুন্সীগঞ্জে। তাইতো কিংস ম্যানেজমেন্টের চাওয়া আবাহনী ম্যাচের দিনই যেনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এর জন্য বাফুফেকে চিঠি দিয়েছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ।

বসুন্ধরার দেয়া প্রস্তাবের অবশ্য যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। কেননা বিপিএলের শেষ রাউন্ডে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে মুন্সীগঞ্জে, আর আবাহনী খেলবে কুমিল্লায়। ম্যাচ দুটো হবেও আলাদা দিনে। তাই বসুন্ধরা কিংসের প্রস্তাব ২১তম রাউন্ডে বসুন্ধরা-আবাহনী ম্যাচেই যেনো চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হয়। বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক স্বাক্ষরিত এই চিঠিতে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠান আয়োজনের সুযোগ সুবিধার কথা তুলে ধরা হয়। এছাড়া শেষ রাউন্ডে ভিন্ন ভিন্ন দিনে পুরস্কার বিতরন করতে গেলে অতিথি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার ঢাকার বাইরে টানা দুই দিন যাতায়াতসহ আরো কিছু সমস্যা হওয়ার কথা উল্লেখ করা হয়। তাই বসুন্ধরা কিংসের দাবি ২১তম রাউন্ড শেষেই যেন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পুরস্কার প্রদান করা হয়। আবাহনী ম্যাচের দিন চ্যাম্পিয়ন ট্রফি প্রদান না করা হলে বসুন্ধরা কিংস পরে আর ট্রফি গ্রহণ করবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Previous articleঅনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ; ভারত পৌঁছেছে বাংলাদেশ দল
Next articleভুবনেশ্বরে অবস্থান করছে বাংলাদেশ অ-২০ ফুটবল দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here